ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৭৫ ভাগ কোম্পানির দর বেড়েছে

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

প্রকাশিত: ০৭:০৯, ২ মার্চ ২০১৮

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রায় ৭৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩৩ কোটি ২৪ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৯ কোটি ৫ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৫০টির। আর অপরিবর্তীত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৭২ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ মুন্নু সিরামিক, ইফাদ অটো, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, লঙ্কাবাংলা ফাইনান্স, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট ও কেয়া কসমেটিক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ বিডি ল্যাম্প, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক, লিগ্যাসি ফুটওয়্যার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, বিজিআইসি, ডাচ- বাংলা ব্যাংক ও প্রিমিয়ার সিমেন্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ এলআরগ্লোবাল মিউচুয়াল ফান্ড, আইসিবি এনআরবি মিউচুয়াল ফান্ড, বিআইএফসি, এপেক্স ফুড, আইপিডিসি, ওয়াতা কেমিক্যাল, এমবে ফার্মা, ১ম জনতা মিউচুয়াল ফান্ড ও প্রাইম আইসিবি ১ম মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৫ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তীত রয়েছে ২১টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ কেয়া কসমেটিক, স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম, ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিবিএস কেবল, উসমানিয়া গ্লাস, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক ও আলিফ ইন্ডাস্ট্রিজ।
×