ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

প্রকাশিত: ০৬:০৭, ২ মার্চ ২০১৮

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পার্বতীপুর-যশাই সড়কে ট্রাক্টর চাপায় আলামীন (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার মোমিনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে। আলামীন মোমিনপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আলামীন বাড়ি থেকে স্কুল যাওয়া পথে পেছন থেকে ট্রাক্টরটি তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক আতিকুজ্জামান জানান, যশাই বাজার হতে একটি মাটিভর্তি ট্রাক্টর পার্বতীপুর-যশাই সড়কে আরবি নামক স্থানে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলামীন গুরুতর আহত হলে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন দুপুর দেড়টায় সে মারা যায়। ভোলায় ট্রলিচালক নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার উত্তর পাশ সংলগ্ন (ব্রিজ )পুলের গোড়ায় বালুভর্তি ট্রলি উল্টে ঘটনাস্থলে ট্রলি চালক নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত ২ জনকে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় ট্রলি চালক বেলাল (৩৫) বালুভর্তি করে জংলার খাল উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ফকিরহাট বাজার সংলগ্ন উত্তর পাশে ব্রিজ(পুলের) গোড়ায় মোড় দেয়ার মুহূর্তে হঠাৎ গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে থাকা দোকান ঘরের সঙ্গে ট্রলিটি চেপে যায়। বেলাল লাফ দিয়ে গাড়ি থেকে নামার সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
×