ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসন না পেয়ে কাউন্টারে হামলা

প্রকাশিত: ০৬:০৬, ২ মার্চ ২০১৮

আসন না পেয়ে কাউন্টারে হামলা

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১ মার্চ ॥ ট্রেনের টিকেট না পাওয়ায় পার্বতীপুর স্টেশনের টিকেট কাউন্টারে হামলা চালিয়ে বুকিং সহকারীদের মারধর ও কম্পিউটার ভাংচুর করেছে জুয়েল ইসলাম (৪৫)। বুধবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জুয়েলকে কাউন্টার থেকে আটক করেছে। এ ঘটনায় বুকিং সহকারী মাহবুবুল আলম রেলওয়ে থানায় মামলা করেছেন। জুয়েলের বাড়ি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড় চন্ডিপুর গ্রামে। তার পিতার নাম নুরুল ইসলাম। সে ওই ইউনিয়ন চেয়ারম্যানের ভাতিজা জানা গেছে। জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে জুয়েল ইসলাম টিকেট কাউন্টারে এসে ঢাকা যাওয়ার জন্য আন্তঃনগর একতা ট্রেনের টিকেট চান। তবে আসন না থাকায় বুকিং সহকারী তাকে আসনবিহীন টিকেট নিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল পেছনের দরজা দিয়ে বিনা অনুমতিতে কাউন্টারে প্রবেশ করে কর্তব্যরত দুই বুকিং সহকারীকে কিল ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে কম্পিউটার ভাংচুর করে টিকেট বিক্রির টাকা ছিনিয়ে নিতে এগিয়ে আসে। রাঙ্গামাটিতে ২০ ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১ মার্চ ॥ জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলা দুরছড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে অগ্নিকা-ে ২০টি বসতঘর পুড়ে গেছে। দুপুরে প্রখর রোদের সময় কপিল মাহমুদের ঘর থেকে আগুন লেগে যায়। এতে ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা হবে বলে এলাকাবাসী জানায়।
×