ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফসলি জমিতে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৫, ২ মার্চ ২০১৮

ফসলি জমিতে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ মার্চ ॥ গুরুদাসপুরে আবাদি জমির রসুন নষ্ট করে চলছে মেলার নামে র‌্যাফেল ড্র, জুয়া, অশ্লীল নাচ, গানের আয়োজন। গত কয়েক দিন ধরে গুরুদাসপুর পৌরসভার নাড়িবাড়ি এলাকায় দশ বিঘা জমির উঠতি রসুন কেটে এই আয়োজন করছে স্থানীয় কয়েক ব্যক্তি। ইতোমধ্যে মেলার জন্য বাঁশসহ অন্যান্য জিনিসপত্র এনে প্যান্ডেল তৈরির কাজ করছে আয়োজকরা। এদিকে রসুনের জমি নিধন করে র‌্যাফেল ড্র’র নামে জুয়া, হাউজি এবং অশ্লীল নৃত্য আয়োজনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কৃষকসহ সচেতন নাগরিকরা। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার চাঁচকৈড় রোডে সচেতন নাগরিকবাসীর আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়। এতে বক্তারা মেলার সকল কর্মকা- বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবার স্মারকলিপি প্রদান করেছেন। রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো প্রাচীর স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার মেঘনা সেতুসংলগ্ন বালুয়াকান্দিতে বুধবার রাতে বুলডোজার দিয়ে প্রাচীর গুঁড়িয়ে দেয়া হয়েছে। জমির মালিক বাসুদেব ব্যানার্জী অভিযোগ করেন, পাশের জমির মালিক মোনায়েম গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে। তিনি জানান, মোনায়েম গ্রুপ নানাভাবে জমিটি নিয়ে সমস্যা সৃষ্টি করছে। মামলা-মোকদ্দামা করেও মোনায়েম গ্রুপ হেরে যায়। তারপরও রাতের আঁধারে প্রায় ৩০ ফুট গেটবিমের ওয়াল ভেঙ্গে দেয়। এ বিষয়ে গজারিয়া থানার ওসি বলেন, মৌখিক অভিযোগ পেয়ে মোনায়েম গ্রুপকে থানায় ডাকা হয়। তারা ভেঙ্গে দেয়ার কথা স্বীকার করে বলেছে-তাদের জমিতে এ প্রাচীরের একটি পিলার ঢুকে গেছে, তাই ভেঙ্গে দেয়া হয়েছে।
×