ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই ব্যবসায়ী ও যুবক খুন

প্রকাশিত: ০৬:০৪, ২ মার্চ ২০১৮

দুই ব্যবসায়ী ও যুবক খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা, নারায়ণগঞ্জে ব্যবসায়ী ও যশোরে যুবককে ছুটিকাঘাতে খুন করা হয়েছে। সিলেটে পল্লী বিদ্যুত কর্মকর্তা, চট্টগ্রামে বৃদ্ধ ও সাভারে নবজাতকের লাশ উদ্ধার হয়েছে।- খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের হবিগঞ্জ ফজরের নামাজ পড়তে পারলেন না হবিগঞ্জের ব্যবসায়ী নেতা আকল মিয়া। বৃহস্পতিবার ভোরে জেলার চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের নেতা, পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও আহলে সুন্নাতুয়াল জামাত সংশ্লিষ্ট উপজেলা সভাপতি আলহাজ আবুল হোসেন আকল মিয়াকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আর এই নির্মম হত্যাকা-ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নেতাকর্মী, ব্যবসায়ীসহ ক্ষুব্ধ মানুষ এই ঘটনার প্রতিবাদে এবং জড়িত কিলারদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ওই দিন ভোর ৫টার দিকে ফজরের নামাজ পড়ার উদ্দেশে ভোর ৫টার দিকে নিজ বাড়ি পৌর শহরের বাল্লা সড়কের বাসা থেকে আল-মদিনা মসজিদে আসার পথে আকল মিয়াকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় একদল সশস্ত্র দুর্বৃত্ত। মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সকাল ৮টার দিকে তিনি মারা যান। কর্তব্যরত ডাক্তারগণ বলেন, প্রতিটি আঘাত ছিল গুরুতর এবং প্রচুর রক্তক্ষরণে আকল মিয়া মৃত্যু হয়। এ খবরে হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নেমে আসে। একপর্যায়ে ওই হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে চুনারুঘাটের অধীন ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে এসব ক্ষুব্ধ জনতা। বিক্ষোভে উত্তাল হয়ে উঠে উপজেলা শহর। নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকায় খোরশেদ আলম (৩৮) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আরও ৪জনকে কুপিয়ে আহত করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুুপুরে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকায় ফজল আলীর ছেলে খোরশেদ আলমের সঙ্গে একই এলাকার সুলতান মিয়ার দীর্ঘ ২০ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন খোরশেদ আলমকে একা পেয়ে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় খোরশেদ আলমকে বাঁচাতে তার চাচা নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, ভাতিজা সোহাগ ও সজিব এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। যশোর দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। তার নাম সাগর হোসেন (৩২) বুধবার সন্ধ্যায় তাকে ছুরিকাঘাত করা হয়। গভীর রাতে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় খুলনার খালিশপুর এলাকায় সে মরা যায়। সাগর যশোর শহরের সিটি কলেজপাড়ার বৌবাজার এলাকার জালাল হোসেনের ছেলে। নিহতের ভাই বিল্লাল হোসেন ও বোন সুমা খাতুন জানান, সাগর মণিহার বাসস্ট্যান্ডে দ্রুতি পরিবহনের সামনে তার বাবার চায়ের দোকানে কাজ করতেন। বুধবার বিকেলে তাকে প্রতিবেশী সিরাজুলের প্রতিবন্ধী ছেলে রিয়াজুল ইট মারে। এই ঘটনায় উত্তেজিত হয়ে রিয়াজুলকে একটি থাপ্পড় মারে সাগর। এরপর রাত সাড়ে সাতটার দিকে রিয়াজুলের চাচা মুরাদ হোসেন ফোনে সাগরকে ডেকে নেন বাড়ির পাশে মাদ্রাসার সামনে। এ সময় মুরাদ ও তার সঙ্গে থাকা ফুরাইয়া আশিক ও তাপস উপর্যুপরি ছুরি মারে সাগরকে। পরে স্থানীয় লোকজন সাগরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের ডাক্তার তাকে উন্নত চিকিৎসা দিতে খুলনায় রেফার করেন। ওই রাতেই সাগরকে এ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। পথে খালিশপুরের কাছে তিনি মারা যান। সিলেট দক্ষিণ সুরমা কদমতলী এলাকা থেকে পল্লøীবিদ্যুত-এর এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম খুরশেদ আলম তালুকদার (৫৫)। তিনি টাঙ্গাইল জেলার বাসাবি থানার ফুলকি ইউনিয়নের দোহার গ্রামের আব্দুর রহিম তালুকদারের ছেলে। তিনি সিলেট পল্লীবিদ্যুত সমিতি-১ এর ট্রেইলার ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজের বুয়া জাহানারা বেগম এসে অনেক ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পান খুরশেদ আলমের দেহ ফ্যানের সঙ্গে ফুলে আছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি বাজার এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ দেহটি উদ্ধার করে। কোতোয়ালি থানা সূত্র জানায়, আনুমানিক ৬০ বছর বয়সী এ বৃদ্ধের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সাভার ধামরাইয়ের গোপালকৃষ্ণপুর গ্রামে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীর গর্ভপাত ঘটানোর পর নবজাতকের লাশ মাটিচাপা দিয়ে রাখা হয়। বিষয়টি মীমাংসা না হওয়ায় ছয়দিন পর বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী মাটিচাপা দিয়ে রাখা ওই নবজাতকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষক নুর মোহাম্মদকে আসামি করে এদিন সকালে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা গেছে, গোপালকৃষ্ণপুর গ্রামের মৃত নান্দু মিয়ার ছেলে ৭০ বছরের বৃদ্ধ নুর মোহাম্মদ একই গ্রামের অষ্টম শ্রেণীর স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
×