ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৪১ শহীদ পুলিশ সদস্য পরিবারকে সম্মাননা

প্রকাশিত: ০৬:০৪, ২ মার্চ ২০১৮

৪১ শহীদ পুলিশ সদস্য পরিবারকে সম্মাননা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১ মার্চ ॥ মহান মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন স্থানে চাকরিরত অবস্থায় কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা ৪১ শহীদ পুলিশ সদস্যের পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও আব্দুল্লাহ আল-মামুন, অধ্যাপক আমির আলী চৌধুরী প্রমুখ। লোকজমেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১ মার্চ ॥ ‘ছড়ায় ছড়ায় সম্প্রীতি, অসাম্প্রদায়িক সংস্কৃতি’-এ স্লোগান নিয়ে কিশোরগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ছড়া উৎসব ও লোকজমেলা। বৃহস্পতিবার সকালে স্থানীয় সমবায় কমিউনিটি সেন্টারে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক ও শিশু সাহিত্যিক রফিকুল হক দাদুভাই। এর আগে জেগে ওঠো নরসুন্দার সহযোগিতায় ছড়া উৎসব পরিচালনা পরিষদের আয়োজনে বিপুলসংখ্যক ছড়াকার-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে বাদ্যযন্ত্র বাজিয়ে শহরে শোভাযাত্রা বের করা হয়। এ সময় বাড়তি আকর্ষণ হিসেবে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখানো হয়। পরে উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, ভারতীয় কবি দীপ মুখোপাধ্যায় প্রমুখ।
×