ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে শিক্ষক পরিবারের ওপর হামলা ॥ আহত ৭

প্রকাশিত: ০৬:০৪, ২ মার্চ ২০১৮

কালকিনিতে শিক্ষক পরিবারের ওপর হামলা ॥ আহত ৭

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১মার্চ ॥ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কালকিনিতে প্রতিপক্ষের হামলায় এক শিক্ষক পরিবারের মহিলাসহ ৭জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, পৌর এলাকার গদাধরদি গ্রামের এসকেন ফকিরের সঙ্গে একেই এলাকার ছায়েদ ফকিরের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সন্ধ্যায় ছায়েদ ফকিরের ছেলে রুহুল আমিনের নেতৃত্বে রকিব ফকির, ফরাদ ফকির ও সুজন ফকিরসহ ১০/১২জন মিলে অস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে এসকেন ফকিরকে কুপিয়ে জখম করে। এ সময় তাদের বাধা দিলে তার মা জাহানারা বেগম, ভাই সিরাজ ফকির, ছোট ভাই শিক্ষক মিজানুর রহমান, ভাগ্নি মিতু আক্তার, বোন সুফিয়া বেগম ও মেয়ে সুমাইয়া আক্তারসহ ৭ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামে সুদীপ্ত হত্যার মূল হোতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সুদীপ্ত হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তবে এর আগে গ্রেফতারকৃত ৫জনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে সুদীপ্ত হত্যার পরিকল্পনাকারী রুবেলের নাম প্রকাশ পায়।
×