ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ কর্মীরাই পুলিশের পোশাকে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে

প্রকাশিত: ০৬:০৪, ২ মার্চ ২০১৮

ছাত্রলীগ কর্মীরাই পুলিশের পোশাকে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ছাত্রলীগের কর্মীরাই পুলিশের পোশাক পরে বিএনপির কর্মসূচীতে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার রাজশাহীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। বেলা ১২টার দিকে নগরের মলোপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরণ করতে করতে মেইন রাস্তায় যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। পরে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, রাজশাহীতে একটি বিশেষ এলাকার এবং বিশেষ দলের নিয়োগপ্রাপ্ত তথাকথিত পুলিশ; তারা ছাত্রলীগেরই কর্মী, পুলিশের পোশাক পরে রয়েছে তারাই বাড়াবাড়ি করছে। আমি সমগ্র পুলিশ সমাজের দোষ দিব না উল্লেখ করে মিনু বলেন, ‘শেখ হাসিনাকে বুঝতে হবে, খালেদা জিয়াকে যে কারাগারে আটকে রাখা হয়েছে, সেই কারাগারে তার বাবাকে আটকে রাখার কারণে যেভাবে আইয়ুব খান, ইয়াহিয়া খান, টিক্কা খান বিদায় হয়েছে; তাকেও একই কায়দায় বিদায় হতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, রাসিক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, নগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত প্রমুখ। নেত্রকোনায় ঝোপ থেকে নবজাতক উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১ মার্চ ॥ কেন্দুয়া উপজেলার বানিয়াগাতী গ্রামে রাস্তার পাশের ঝোপ থেকে এক নবজাতক ছেলেশিশু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বানিয়াগাতী গ্রামের জনৈক মিনা আক্তার শিশুটিকে উদ্ধার করেন। জানা গেছে, মিনা আক্তার ভোরে রাস্তার পাশের ঝোপে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে এলাকার শত শত লোক শিশুটিকে দেখতে আসে। পরে থানা পুলিশ গিয়ে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
×