ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইনী প্রক্রিয়ায় খালেদাকে কারাগার থেকে বের হতে হবে ॥ হানিফ

প্রকাশিত: ০৬:০৩, ২ মার্চ ২০১৮

আইনী প্রক্রিয়ায় খালেদাকে কারাগার থেকে বের হতে হবে ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১ মার্চ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন হানিফ। আওয়ামী লীগের রাজনীতি মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। তিনি দলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে লড়বার আহ্বান জানান। বৃহস্পতিবার ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাঃ আজিজুর রহমানের সভাপতিত্বে উজির আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। তারা চায়, খালেদা জিয়া কারাগারে থাকুন। তাকে আন্দোলন করে মুক্ত করা যাবে না। আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়াকে কারাগার থেকে বের হতে হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে দেশে নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া জয়লাভ করার মতো অন্য কোন দল নেই। জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোন অর্জন বিএনপির নেই। সম্মেলনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, সাবেক এমপি শফিকুল ইসলাম অপু প্রমুখ। সম্মেলনে নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি ড. এম হারুন অর রশীদ আওয়ামী লীগের যোগদান করেন। এছাড়া বিএনপি থেকেও কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। দীর্ঘ ২৪ বছর পর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পৌর আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
×