ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরএমপির আট থানার কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ০৬:০৩, ২ মার্চ ২০১৮

আরএমপির আট থানার কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মহানগর (আরএমপি) পুলিশের নবগঠিত ৮টি থানার কার্যক্রম। বৃহস্পতিবার সকালে পৃথকভাবে নবগঠিত কাটাখালী, বেলপুকুর, পবা, বিমানবন্দর, চন্দ্রিমা, দামকুড়া, কাশিয়াডাঙ্গা ও চন্দ্রিমা থানার কার্যক্রম শুরু করা হয়। সকালে মহানগর পুলিশের দুই উপ-কমিশনার আমির জাফর ও সাদিত হোসেন এসব থানার কার্যক্রম উদ্বোধন করেন। ফলে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং জনগণের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এর আগে গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফরে এসে নবগঠিত ৮টি থানাসহ ৩১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন।বৃহস্পতিবার সকালে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এসব থানার কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকাল ১০টার দিকে নগরীর কাটাখালী থানা উদ্বোধন করেন পুলিশের উপ-কমিশনার সাদিত হোসেন। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান রন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হাতেম আলী। ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই ছাত্র আহত নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১ মার্চ ॥ বুধবার রাত ৯টার দিকে ভৈরবের রেলওয়ে উচ্চ বিদ্যালয় এলাকার ন্যাটাল বাইপাসের নিচে আলম ভূঞা ও আবু কালাম নামের দুই এইচএসসি পরিক্ষার্থীকে ছুরিকাঘাত করে মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে আলম ভূঞাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যজনকে ভৈরব উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বাড়ি উপজেলার জাফরনগরে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, রাত ৯টার দিকে ৪ বন্ধু (এইচএসসি পরীক্ষার্থী) প্রাইভেট শেষ করে বাসায় ফেরার পথে সেতুর বাইপাস সড়কের নিচে ৪ ছিনতাইকারী তাদের গতি রোধ করে। এ সময় আলমের হাতে থাকা দামী মোবাইল সেট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা।
×