ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাদ বাদ দিচ্ছে ব্রিটিশ লেবার পার্টি

প্রকাশিত: ০৫:৫৯, ২ মার্চ ২০১৮

পুঁজিবাদ বাদ দিচ্ছে ব্রিটিশ লেবার পার্টি

জেরেমি করবিনের সমর্থকরা লেবার পার্টির ঐতিহাসিক অনুচ্ছেদ-৪ ফিরিয়ে আনার জন্য এবং পুঁজিবাদ অবসানের জন্য প্রচার অভিযান শুরু করেছেন। -ইন্ডেপেনডেন্ট লেবার ফোর ক্লজ ফোর গ্রুপ বলেছে, নিউ লেবার পার্টি মৃত। সাহসী সমাজবাদী নীতিগুলো এখনি ফিরিয়ে আনার সময়। গ্রুপ টনি ব্লেয়ারের প্রতীক সংস্কারবিরোধী দাবি তুলে ধরছে। জেরেমি করবিনের কয়েকশ সমর্থক পুঁজিবাদ অবসান এবং দেশকে সমাজবাদী সমাজে পরিবর্তনের প্রচেষ্টায় লেবার দলের গঠনতন্ত্রের ঐতিহাসিক ক্লজ ফোর পুনঃপ্রতিষ্ঠার জন্য এক অভিযান শুরু করেছেন। লেবার এমপি, কাউন্সিলর ও মানবাধিকার কর্মীরা লেবার ফোর ক্লজ ফোর গ্রুপ প্রতিষ্ঠার জন্য সিনিয়র শ্রমিক নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন। গ্রুপটি সমাজবাদী নীতিতে সংশ্লিষ্ট থাকার জন্য ভবষ্যিৎ শ্রমিক দলীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। বিতর্কিত ক্লজটি ফিরিয়ে আনা হলে নিউ লেবার দলের মৃত্যু ঘটবে এবং দলে টনি ব্লেয়ার সৃষ্ট পরিস্থিতির অবসান হবে। ব্লেয়ার লেবার দলের সংস্কারের লক্ষ্যে ১৯৯৫ সালে ক্লজ ফোর উঠিয়ে দিয়েছিলেন।
×