ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ॥ আট মাসে ৯৪৬ কোটি ডলার রেমিটেন্স

প্রকাশিত: ০৫:৫৬, ২ মার্চ ২০১৮

প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ॥ আট মাসে ৯৪৬ কোটি ডলার রেমিটেন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিটেন্স এসেছে ৯৪৬ কোটি ১১ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮১১ কোটি ১২ লাখ ডলার। সে হিসাবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৬৪ শতাংশ। এদিকে একক মাস হিসেবে ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে ১১৪ কোটি ৯০ লাখ ডলার। যা গত বছরের একই মাসের চেয়ে ২২ দশমিক ১৩ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছিল মাত্র ৯৪ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। দীর্ঘদিন ধরেই রেমিটেন্সের প্রবাহে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। গত অর্থবছরের পুরো সময়ে রেমিটেন্স প্রবাহ কমেছিল প্রায় সাড়ে ১৪ শতাংশ। তবে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহ উর্ধমুখী ধারায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১১১ কোটি ৫৫ লাখ ডলার ও আগস্টে ১৪১ কোটি ৮৫ লাখ ডলার রেমিটেন্স আসে। তবে সেপ্টেম্বরে রেমিটেন্স কমে দাঁড়ায় মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার। তবে অক্টোবরে রেমিটেন্স বেড়ে হয় ১১৫ কোটি ৯০ লাখ ডলার। আর নবেম্বরে তা আরও বেড়ে হয়েছে ১২১ কোটি ৪৭ লাখ ডলার। তবে ডিসেম্বর মাসে তা কিছুটা কমে ১১৬ কোটি ৭১ লাখ ডলারে নেমে এলেও জানুয়ারি মাসে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১৩৮ কোটি ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় খাতের ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৮ কোটি ৪৮ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এ মাসে বিশেষায়িত খাতের ব্যাংক দুটির মাধ্যমে এসেছে প্রায় ১ কোটি ৯ লাখ ডলার। বেসরকারী খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৪ কোটি ডলারের রেমিটেন্স। আর বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ২৬ লাখ ডলার। পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬-১৭ দেশে রেমিটেন্স আসে ১ হাজার ২৭৬ কোটি ডলার, যা গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনি¤œ ছিল। এটি আগের অর্থবছরের তুলনায় সাড়ে ১৪ শতাংশ কম ছিল। আগের অর্থবছরে রেমিটেন্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার।
×