ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাট চাষে উদ্বুদ্ধ করতে বর্ণাঢ্য রোড শো

প্রকাশিত: ০৫:৫৫, ২ মার্চ ২০১৮

পাট চাষে উদ্বুদ্ধ করতে বর্ণাঢ্য রোড শো

স্টাফ রিপোর্টার ॥ পাট চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাট মন্ত্রণালয় বৃহস্পতিবার ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য রোড শো শুরু করেছে। আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। বৃহস্পতিবার রোড শো ঢাকা থেকে ফরিদপুর অভিমুখী যাত্রা করেছে। রোড শো’টি আজ আবার ঢাকা হয়ে জামালপুরের উদ্দেশে যাত্রা করবে। রোড শো’র উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, পাট অধিদফতরের মহাপরিচালক শামসুল হকসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে মির্জা আজম বলেন, পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ বছর পাট দিবসের প্রতিপাদ্য- সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ। আজ সকাল আটটায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে এক বর্ণাঢ্য পাটর‌্যালি রোড শো বের হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে রোড শো জামালপুরের উদ্দেশে রওনা হবে।
×