ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসিতে পৌঁছাল বিএনপির নালিশে ঠাসা চিঠি

প্রকাশিত: ০৫:৫৫, ২ মার্চ ২০১৮

ইসিতে পৌঁছাল বিএনপির নালিশে ঠাসা চিঠি

স্টাফ রিপোর্টার ॥ সরকারী সুযোগ সুবিধা নিয়ে আগাম নির্বাচনী প্রচার চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচরণবিধি লঙ্ঘন করছেন অভিযোগ করে বিএনপির চিঠি ইসিতে পৌঁছেছে। বুধবার সন্ধ্যায় বিএনপির দেয়া চিঠি নির্বাচন কমিশনের হাতে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির এমন অভিযোগর বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি করবে ইসি। চিঠিতে বিএনপি মূলত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কার্যকর যে ভূমিকা আছে, তা উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুটি আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খল বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, তফসিল ঘোষণার আগেই এ ধরনের প্রচারের বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার রয়েছে কিনা তাও দেখা হবে। বিকেল সাড়ে তিনটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আগাম নির্বাচনী প্রচার চালিয়ে প্রধানমন্ত্রী আচরণবিধি লঙ্গন করছে বলে বিএনপি যে অভিযোগ দিয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, সবেমাত্র চিঠি ইসির হাতে পৌঁছেছে। পরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে জানানো হবে। এর আগে গত মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের পক্ষে দেশে-বিদেশে ভোট চেয়ে একতরফা’ নির্বাচনী প্রচার চালাচ্ছেন বলে নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠিটি গত মঙ্গলবার ইসি সচিবালয়ে পৌঁছে দেয়া হয়েছে। চিঠিতে সম্প্রতি প্রধানমন্ত্রী দেশে যেসব জায়গায় জনসভা করেছেন এবং রাষ্ট্রীয় সফরে বিদেশে গিয়ে প্রবাসীদের কাছে নৌকায় ভোট চেয়েছেন তার সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী একতরফাভাবে দেশ ও বিদেশে নৌকা প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন। সরকারী খরচে বিদেশে গিয়েও তিনি প্রবাসীদের কাছে ভোট চেয়েছেন। তার মন্ত্রীরাও এসব কাজ করছেন। একটি অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এটি প্রধান অন্তরায় বলে আমরা মনে করি। বিষয়টি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে উল্লেখ করেন। তবে ওইদিন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির কোন চিঠি পাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এ ধরনের কোন লিখিত অভিযোগ ইসি পায়নি। বিএনপির অভিযোগের প্রসঙ্গে বলেন, বিএনপিকে তো প্রচার চালাতে কেউ বাধা দিচ্ছে না। নির্বাচনী আইন তুলে ধরে তিনি বলেন, তফসিল ঘোষণার পরই নির্বাচনী প্রচার বিষয়ে বা আচরণবিধি প্রতিপালনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ ইসির এখতিয়ারের মধ্যে আসবে। দলীয় প্রচার নিয়ে বা প্রতীক নিয়ে কেউ ভোট চাইলে এখন নির্বাচন কমিশন আইনগতভাবে কিছু করতে পারে না। তফসিল ঘোষণার আগে কমিশনের করার কিছু নেই। তবে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে বলেন, বুধবার বিএনপির চিঠিটি ইসির হাতে পৌঁছেছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে ইসিতে কোন অভিযোগ করেনি। তবে ডাক যোগে এ বিষয়ে তারা ইসিতে চিঠি পাঠিয়েছে। এ বিষয়ে ডাকযোগে পাঠানো দলটির চিঠিটি আমরা বুধবার সন্ধ্যায় পেয়েছি। কমিশনে এ বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, আইনে যেটা আছে, সেটি অনুসরণ করেই তাদের অভিযোগ নিষ্পত্তি করা হবে। আইনে কী আছে জানতে চাইলে তিনি বলেন, আইনে আছে, নির্বাচনী তফসিল ঘোষণার পরই সবকিছু নির্বাচন কমিশনের ওপর বর্তায়। এরপরও তফসিল ঘোষণার আগেই এ বিষয়ে আমাদের কিছু করণীয় আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। চিঠিটা কেবল পেলাম। পরে এ বিষয়ে আলোচনা করে বিস্তারিত জানাতে পারব। এদিকে, বৈঠক শেষে পুলিশের মহা-পরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, কেউ নির্বাচন ভ-ুল করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন সামনে রেখে পুলিশের জন্য কী কী চ্যালেঞ্জ রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের জন্য প্রতিদিনই চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে মোকাবেলা করা হবে।
×