ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী কাল খুলনা যাচ্ছেন ॥ থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

প্রকাশিত: ০৫:৫৪, ২ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী কাল খুলনা যাচ্ছেন ॥ থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা খুলনা যাচ্ছেন কাল। তার আগমন ঘিরে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তায় থাকছে সাড়ে তিন হাজার পুলিশ। প্রধানমন্ত্রী ওই দিন খুলনায় পৌঁছে প্রথমে খালিশপুরে ঈদগাহ ময়দানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জাতীয় কনভেনশনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকেল ৩টায় তিনি খুলনা সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জনসভাস্থল থেকে ৯৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ১১টি দফতরের ৪৭ সম্পন্ন প্রকল্পের উদ্বোধন এবং ১৪ দফতরের ৫২ নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউস মাঠ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সার্বিক নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, খালিশপুর ঈদগাহ ময়দান ও সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে তিন স্তরে সাড়ে তিন হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া খালিশপুর ঈদগাহ ময়দানে সম্মেলন স্থলে ১৬টি ক্লোজ সার্কিট ক্যামেরা, খালিশপুর থেকে খুলনা সার্কিট হাউস পর্যন্ত বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ৩২টি এবং সার্কিট হাউস মাঠে ৩৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হচ্ছে। সার্কিট হাউস মাঠের পাশে তিনটি অবজারভেশন টাওয়ার থাকবে। যেখানে পুলিশ সদস্যরা দুরবিন নিয়ে সমগ্র জসভাস্থল পর্যবেক্ষণ করবে। এছাড়া র‌্যাব সদস্যরাও জনসভার আশপাশে টহল জারি রাখবে। জনসভাস্থলের প্রবেশমুখে আর্চওয়ে বসানো হচ্ছে। সন্দেহভাজনদের হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশি করা হবে। সবমিলিয়ে খুলনা মেট্রাপলিটন পুলিশের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ কমিশনার। খুলনায় অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সফর সফলভাবে সম্পন্ন করার জন্য মনিটরিং করছেন জনসভার সমন্বয়ক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও খুলনায় আগে থেকেই অবস্থান নিয়ে জনসভার প্রস্তুতিমূলক কাজ ও প্রচারে ধারাবাহিকভাবে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সামনে রেখে প্রায় একমাস আগে থেকেই প্রস্তুতিমূলক কাজ চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলের নেতাকর্মী, সমর্থকসহ জনমনে যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, তাতে শুধু সার্কিট হাউস মাঠই নয়, মাঠের আশপাশের রাস্তা ছাপিয়ে সারা শহর সেদিন জনসমুদ্রে পরিণত হবে। খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় ৪৭টি সম্পন প্রকল্পের উদ্বোধন ও ৪২টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর খুলনায় বিভিন্ন কর্মসূচী সফলভাবে সম্পন্নের লক্ষ্যে জেলা ও বিভাগীয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে খুলনা জেলা প্রশাসনের অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার খুলনায় একযোগে রেকর্ডসংখ্যক ৯৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য সার্কিট হাউস মাঠে জনসভামঞ্চের এক সাইডে পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী ভাষণদানের আগে এসব ফলক উন্মোচন করবেন।
×