ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

প্রকাশিত: ০৫:৫৪, ২ মার্চ ২০১৮

যাত্রাবাড়ীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে বখাটেদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় এক ইন্টার্ন চিকিৎসকসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রাবাড়ীতে বখাটদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। এ সময় নিহতের বন্ধু ইমরান হোসেন মুন্না (১৭) গুরুতর আহত হয়েছে। নিহত রাকিবুল মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মাতুয়াইল এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুলতান মিয়া। এদিকে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাকিবুলের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই বাবুল মিয়া জানান। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে পশ্চিম যাত্রাবাড়ীর মাতুয়াইল লবণ ফ্যাক্টরির সামনে চার বখাটে রাকিবুল ও তার বন্ধু মুন্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাকিবুল ইসলামের মৃত্যু হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ঢামেক হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আহত মুন্না জানান, তিনি একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তার বাবা আব্দুল মন্নান সিএনজি চালক। বন্ধু রাকিবুল মাতুয়াইল একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবার নাম সুলতান মিয়া। আরেক বন্ধু অর্ণব শাহবাগের কোন একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ‘ও লেভেলে পড়ে। তিনি জানান, আমরা তিন বন্ধু মাতুয়াইলের একই মহল্লায় কয়েক বছর ধরে থাকি। হাসপাতালে চিকিৎসাধীন আহত মুন্না জানান, বুধবার রাতে আমাদের বন্ধু অর্ণব আমাকে ও রাকিবুলকে ফোন করে জানায়, এলাকার লবণ ফ্যাক্টরির পাশে কয়েক বখাটের সঙ্গে তার প্রেমিকা নিয়ে ঝগড়া হইতাছে। আমাদের সেখানে যেতে বলে সে। একথা শুনে আমরা দুই বন্ধু (রাকিবুল ও আমি) যাই সেখানে। রসখানে গিয়ে দেখি চার বখাটে আমাদের বন্ধু অর্ণবকে খারাপ খারাপ কথা বলতাছে। এ সময় রাকিবুল তাদের (বখাটদের) খারাপ আচরণ করতে নিষেধ করে। একথা বলতে না বলতেই চার বখাটে তেড়ে এসে রাকিবুলকে কিল-ঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে রাকিবুলকে ছুরি মারে তারা। মুন্না আরও জানায়, বন্ধুকে রক্তাক্ত দেখে আমি চিৎকার করলে তারা (বখাটেরা) চোখের ওপর কয়েকটা ঘুষি মারে। এতে আমি চোখ ধরে মাথা নিচু করার সঙ্গে সঙ্গে আমার পিঠেও চুরি মারে তারা। এ সময় বখাটেরা বন্ধু রাকিবের পেটে ও পিঠে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে অন্য বন্ধুরা আমাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করায়। বৃহস্পতিবার ভোরের দিকে বন্ধু রাকিবুলের মৃত্যু হয়। তবে বখাটেদের কাউকে চিনে না বলে জানায় মুন্না। এমনকি আগে কখনও তাদের দেখেওনি। হাসপাতালে আহত মুন্না জানায়, তারা কে বা কোথায় থাকে, তা জানার আগেই তাদের ওপর হামলা করে বখাটে যুবকরা। তবে বন্ধু অর্ণব তাদের চিনতে পারে বলে ধারণা মুন্নার। নিহত রাকিবের মা ময়না বেগম জানান, বন্ধুদের ঝগড়া মেটাতে গিয়ে আমার ছেলের প্রাণ গেল। কিন্তু কারা এই কাজ করেছে কেউ কিছু বলছে না। আমি ছেলে হত্যার বিচার চাই। বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেছে। রাকিবুল খুনের রহস্য উৎঘাটনের জন্য তদন্ত চলছে। ইতোমধ্যে হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলে ওসি জানান। সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ দু’জন নিহত ॥ রাজধানীতে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় নাজমুল হোসেন রুদ্র (৩০) ও রুমন (২৮) নামে দু’জন নিহত হয়েছেন। নিহত নাজমুল বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্নি করছিলেন। অপরজন রুমন একজন চা বিক্রেতা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তাদের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত একটার দিকে পল্লবীর কালশি রোডে ট্রাকের ধাক্কায় নাজমুল হোসেন রুদ্র (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তার বন্ধু আমিনুল ইসলাম (২৭) আহত হন। নিহত রুদ্রের বন্ধু মিজান জানান, বুধবার রাত ১টার দিকে বনানীতে কাজ শেষে রুদ্র ও আমিনুল দুই বন্ধু মোটরসাইকেলে পল্লবীর বাসায় ফিরছিল। তারা কালশি রোডে পৌঁছলে রং সাইড দিয়ে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় দু’জন রাস্তায় ছিটকে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় রুদ্র ও আমিনুলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সোয়া ৩টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রুদ্রকে মৃত ঘোষণা করেন। বুধবার মধ্য রাতে এসব দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক বাবুল মিয়া জানান, রাত একটার দিকে বনানী এলাকা থেকে মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় ফিরচ্ছিলেন নাজমুল ও তার বন্ধু আমিনুল। এ সময় কালশি এলাকায় এলে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই ছিটকে সড়কে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক নিয়ে এলে রাত তিনটায় চিকিৎসাধীন নাজমুল মারা যান। তিনি জানান, মৃত নাজমুল ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তার বাবা নাজির হোসেন একজন হোমিও চিকিৎসক। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাবুল মিয়া জানান, বুধবার মধ্যরাতে রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকায় একটি মিক্সচার মেশিন (ঢালাইয়ের কাজে ব্যবহৃত যন্ত্র) গাড়ির ধাক্কায় রুমন নামে এক চা বিক্রেতা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এসআই বাবুল মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে ঢামেক মর্গে দু’জনের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×