ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৫:৫২, ২ মার্চ ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ করেছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে লিফলেট বিতরণ করেছে। এদিকে লিফলেট বিতরণ কর্মসূচী শেষে ১১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ জন্য অনুমতি চাওয়া হয়েছে বলে বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। লিফলেট বিতরণ কর্মসূচী শুরুর আগে রিজভী বলেন, আমরা আমাদের নেত্রীর মুক্তির দাবি নিয়ে সারাদেশের জনগণের কাছে যাব। জনগণের কাছে এই বার্তা তুলে ধরবে যে, নেত্রী কোন দুর্নীতি করেননি। রিজভী বলেন, আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটাব। তারা গায়ের জোরে বিচারিক প্রশাসনকে কব্জা করে বিরোধীদলকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া যদি চালায় জনতাকে সঙ্গে নিয়ে তা রুখে দাঁড়াবে বিএনপি। আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচী অব্যাহত থাকবে। এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। লিফলেট বিতরণকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে দ্রুত বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে চলে যান রিজভী। এ সময় রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। এ ছাড়া দুপুরের দিকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে বায়তুল মোকাররম, ড. আব্দুল মঈন খানের নেতৃৃত্বে মতিঝিল, আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নিউমার্কেট, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে মৌচাক ও মালিবাগ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে জুরাইন, এ্যাডভোকেট আহমেদ আযম খানের নেতৃত্বে ধোলাইখাল, শওকত মাহমুদের নেতৃত্বে হাতিরপুল এলাকায় লিফলেট বিতরণ করছে । খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুর দেড়টার দিকে পুরনো পল্টন স্কাউটভবনের সামনে ও নাইটেঙ্গেল মোড়ে এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাস্তা পাশের দোকান, পথচারী এবং রিক্সা চালকের হাতে লিফলেট তুলে দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর তোপখানা, পুরানাপল্টন ও বিজয়নগর লিফলেট বিতরণ করেছে ২০ দলীয় জোটের শরিক দল এলডিপি, বাংলাদেশ ন্যাপ, ডিএল ও লেবার পার্টি। এসব এলাকার ফুটপাতে পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন বিভিন্ন দলের নেতারা। এলডিপি সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন ডিএল এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ। আমাদের কাজ এখন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্ত করে আনা Ñফখরুল ॥ খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ‘জাতীয় গণতান্ত্রিক অধিকার মঞ্চ’ নামক একটি সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, আমাদের কাজ এখন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্ত করে আনা। অনুষ্ঠানে বিএনপিকে দুর্নীতিপরায়ণ দল হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য আসার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগকে আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বেশকিছু আপত্তিকর কথা বলেছেন। একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠার পর থেকে পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে আর সেই দলটিকে তিনি বললেন দুর্নীতিপরায়ণ দল। এসব কথা বলার আগে তো আয়নায় নিজের মুখ দেখতে হবে। মানুষ কী বলে আপনাদের সম্পর্কে তা শুনতে হবে তো। প্রয়াত সাংবাদিক এ বি এম মুসা বলে গিয়েছেন ‘আওয়ামী লীগ দেখলেই বলবা চোর’। বদরউদ্দিন ওমর সাহেব কয়েকদিন আগে কলকাতার এয়ারপোর্টে একেবারে নাম ধরে বলেছেন কারা চোর। মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। ব্যাংকগুলো থেকে হাজার কোটি টাকা নিয়ে গেছে। দেশের মানুষ খুব ভাল করে জানে, কারা দুর্নীতি করছে, কারা দুর্নীতি করছে না। মির্জা ফখরুল বলেন, যেনতেন নির্বাচন করতে খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের কারাগারে নিচ্ছে সরকার। খালেদা জিয়ার নামে চারটি মামলা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছিল ১৫টা। ওনার ১৫টি মামলা তুলে নিয়ে খালেদা জিয়ার ৪টি রেখে দিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সাত হাজার মামলা তুলে নিয়েছেন। আর আমাদের মামলা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার। আসামির সংখ্যা একমাস আগে ছিল ১৮ লাখের ওপরে। গোটা কারাগার ভরে গিয়েছে বিএনপির নেতাকর্মীতে। তিনি বলেন, এই সরকার গণবিচ্ছিন্ন একটি সরকার। সাংবিধানিকভাবেই তারা অবৈধ। ক্ষমতায় থাকার নৈতিক অধিকার এ সরকারের নেই। তিনি অভিযোগ করেন, গোটা প্রশাসনে সরকার আওয়ামী লীগের লোক নিয়োগ করে রেখেছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ। সোহরাওয়ার্দী উদ্যানে ১১ মার্চ সমাবেশ করবে বিএনপি Ñরিজভী ॥ বিএনপি ১১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। খালেদার মুক্তির দাবিতে করণীয় ঠিক করতে শনিবার সিনিয়র নেতাদের বৈঠক ॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে করণীয় ঠিক করতে শনিবার দলের সিনিয়র নেতাদের বৈঠকে ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন বিকেল চারটায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রংপুরে বিএনপির লিফলেট বিতরণ ॥ নিজস্ব সংবাদদাতা, জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর মহানগরীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। দুপুরে বিএনপির নেতাকর্মীরা নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনের ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারী সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, সাবেক এমপি সাহিদার রহমান জোসনা, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক মির্জা বাবর বাবলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×