ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিবন্ধন শুরু, প্রথম হজ ফ্লাইট ১৪ জুলাই

প্রকাশিত: ০৫:৪৭, ২ মার্চ ২০১৮

নিবন্ধন শুরু, প্রথম হজ ফ্লাইট ১৪ জুলাই

বিডিনিউজ ॥ চলতি বছর যারা হজে যাবেন তাদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ১১ মার্চ পর্যন্ত। আগামী ১৪ জুলাই বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। ধর্মমন্ত্রী মতিউর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শাহজওয়াহের জাহান কবীর নামে একজন চিকিৎসকের হাতে হজ নিবন্ধনের কাগজপত্র তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। ১৪ জুলাই হজ ফ্লাইট শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে জানিয়ে ধর্মসচিব আনিছুর রহমান বলেন, এবার যাতে ফ্লাইট বিপর্যয় না হয় সে বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করা হবে। এবার থার্ড ক্যারিয়ারের কথা চিন্তা করা হচ্ছে না। হজযাত্রীদের ২৮ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হয়েছে। এখন যে যে প্যাকেজের অধীনে হজে যাবেন, সেই প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হচ্ছে। সরকারী ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় হজে যেতে এবার ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা লাগবে। প্রাক-নিবন্ধনের সময় জমা দেয়া ২৮ হাজার টাকা বাদে প্যাকেজ-১ এর হজযাত্রীদের ৩ লাখ ৬৯ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ এর যাত্রীদের ৩ লাখ ৩ হাজার ৩৫৯ টাকা সোনালী ব্যাংকের মতিঝিলের স্থানীয় কার্যালয় শাখায় ০০০২৩৩০০৯০৮ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এ্যাকাউন্টে জমা দিতে হবে। যেসব ব্যক্তি ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে হজ করেছেন অথবা ভিসা পেয়েও হজে যাননি তাদের মধ্যে যারা এবার হজ করবেন তাদের অতিরিক্ত ৪৬ হাজার ৯৩৫ টাকা ওই এ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে। কেউ আলাদা ফ্লাইটে হজে যেতে চাইলে অবশ্যই আলাদাভাবে নিবন্ধন করতে হবে। বেসরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীদের কাছ থেকে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকার কম নেয়া যাবে না জানিয়ে ধর্ম সচিব বলেন, বিভিন্ন সুযোগ-সুবিধার উপর নির্ভর করে এই টাকার হেরফের হবে।
×