ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউস কর্মকর্তা লিসা কার্টিস আজ আসছেন

প্রকাশিত: ০৫:৪৬, ২ মার্চ ২০১৮

হোয়াইট হাউস কর্মকর্তা লিসা কার্টিস আজ আসছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসহকারী ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিসা কার্টিস আজ শুক্রবার তিনদিনের সফরে ঢাকায় আসছেন। হোয়াইট হাউসের অন্যতম শীর্ষ কর্মকর্তা লিসা কার্টিস কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় উচ্চপর্যায়ের এটি হবে প্রথম সফর। সূত্র জানায়, বাংলাদেশ সফরে লিসা কার্টিসের আলোচনায় রাজনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলো প্রাধান্য পাবে। এই অঞ্চলের নিরাপত্তায় বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বর্তমান সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলবেন লিসা। এতে রোহিঙ্গা সঙ্কট, ইন্দো-প্যাসিফিক কৌশল, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা সহযোগিতাসহ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিক নিরাপত্তার বিষয়গুলো উঠবে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়েও আলোচনা হবে। ঢাকা সফরে লিসা কার্টিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল শনিবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
×