ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিরে দেখা

প্রকাশিত: ০৪:১৩, ২ মার্চ ২০১৮

ফিরে দেখা

এক বুথেই তিনজন! শাহীন রহমান ॥ বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভোট গ্রহণ করা হয়। ভোট দিতে যখন প্রেসক্লাবে পৌঁছাই বেলা তখন প্রায় তিনটা বেজে গেছে। গিয়ে দেখি ভোটের বিশাল লাইন। মনে হলো যে সাধারণ নির্বাচনের কোন কেন্দ্র। বুথ থেকে লাইন প্রায় প্রেসক্লাবে গেট পর্যন্ত। লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গেলে সন্ধ্যার আগে হবে না। তাই বিকল্প ভাবনা। পাশ কেটে লাইনে আগে গিয়ে দাঁড়ালাম। দেখি সেখানে বেশ জটলা। অর্থাৎ লাইনে দাঁড়ানো ছাড়াই অনেকে ভোট দেয়ার সুযোগ খুঁজছে। আমিও সুযোগ হাতছাড়া করিনি। লাইনে না দাঁড়িয়ে সুযোগ নিয়ে বুথে ঢুকি। কিন্তু সেখানেও জটলা। ব্যালট পেপার হাতে অনেকেই দাঁড়িয়ে আছে। বুথ খালি নেই। প্রত্যেক বুথের সামনেই অতিরিক্ত একজন করে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকে আলাদা চেয়ার টেনে নিয়ে ব্যালট পেপার পূরণ করছে। আমি বুথ খালি হওয়ার অপেক্ষায় রয়েছি। একজন ভোট দিয়ে বেরিয়ে আসার পরই ঢুকে পড়ি। যেই মাত্র ব্যালট পেপার পূরণ করতে বসেছি অমনি আরও দু’জন বুথে ঢুকে ভোট দেয়া শুরু করে। অবশ্য তারা ছিল আমার পরিচিত সহকর্মী। আমার দেখেই তারা বুথে ঢোকে। আমি নিষেধ করলেও ওরা বলল সমস্যা নেই। পাশের বুথ থেকে অবশ্য একজন বলে উঠল ‘এই আপনারা কতজন ঢুকেছেন।’ একজন করে ঢোকেন। তার কথায় কান না দিয়ে নিজের মতো করে সবাই ভোট দিয়ে বেরিয়ে এলাম। ভিআইপি কতজন? শরীফুল ইসলাম ॥ ২৩ ফেব্রুয়ারি, দুপুর দেড়টা। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের লাঞ্চ বিরতি চলছিল। খাবার শুরুর ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে কনভেনশন সেন্টার-৪ এর নিচ তলায় সব টেবিল ফিলাপ হয়ে যায়। এ সময় ক’জন দ্বিতীয় তলায় টেবিল খালি দেখে বসতে গেলে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব ঢাকা’-এর এক নেতা বলেন এখানে ভিআইপিরা বসবেন। সেখানে যে কয়টি টেবিল রয়েছে তাতে শতাধিক লোক বসতে পারবে দেখে একজন ওই নেতাকে প্রশ্ন করলেন ভিআইপি কতজন? এ কথা শুনে ওই নেতা বিব্রত হলেও আর কোন কথা বলেননি। পরে দেখা গেল প্রায় ২০ জনের মতো ভিআইপি বসলেও বাকি আসনগুলো পুনর্মিলনীতে অংশ নেয়া সাধারণ সদস্যরাই বসে পড়েছেন।
×