ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিদাহাস ট্রফির জন্য শ্রীলঙ্কা দল ঘোষণা

প্রকাশিত: ০৭:২৪, ১ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফির জন্য শ্রীলঙ্কা দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ত্রিদেশীয় নিদাহাস টি২০ ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগেই জানা গিয়েছিল ইনজুরির জন্য খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস। সেটিই সত্যি হয়েছে। স্বাগতিকদের নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল। নিদাহাস ত্রিদেশীয় টি২০ সিরিজের অপর দুই দল ভারত ও বাংলাদেশ। বুধবার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারার অনুমোদনের পর দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি)। প্রাথমিক তালিকায় থাকা মোট ২০ জনের মধ্য থেকে ৫ জনকে বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা করা হয়। যেখানে ঠাঁই হয়নি তারকা পেসার লাসিথ মালিঙ্গার। খারাপ পারফর্মেন্সের কারণে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলাও। তার পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়াবেন কুশল পেরেরা। ম্যাথুস ছাড়াও ইনজুরির কারণে খেলতে পারছেন অসেলা গুনারতেœ ও শিহান মাদুশাঙ্কা। ৬ মার্চ শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত চলবে নিহাদাস ট্রফি। দ্বৈত লেগ পদ্ধতিতে হবে সিরিজের ম্যাচগুলো। সেরা দুটি দল ফাইনাল খেলবে। শ্রীলঙ্কা টি২০ দল ॥ দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দাসুন শানাকা, কুশল পেরেরা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, সুরাঙ্গা লাকমল (সহ-অধিনায়ক), ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আফোনসো, নুয়ান প্রদীপ, দুশমান্থ চামিরা ও ধনঞ্জয়া ডি সিলভা।
×