ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারও আকাশ থেকে পাতালে রিয়াল

প্রকাশিত: ০৭:২৪, ১ মার্চ ২০১৮

আবারও আকাশ থেকে পাতালে রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ এই রিয়ালকে বড্ড অচেনা লাগছে ভক্ত-সমর্থকদের। কিছুতেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না দলটি। গত মৌসুম একের পর এক শিরোপা শোকেসে ভরা দলটি এবার একটি শিরোপা জিততে পারে কিনা সন্দেহ! স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখা হচ্ছে না, এটা মাঝপথেই প্রায় নিশ্চিত হয়ে গেছে। এরপরও গত চার ম্যাচে দুর্দান্ত দাপট দেখিয়েছে গ্যালাক্টিকোরা। এই ধারাবাহিকতা থাকলে হয়তো দুইয়ে থাকতে পারতো তারা। কিন্তু এখন সেটাও হবে কিনা সন্দেহ। কেননা আবারও হারের তেতো স্বাদ পেয়েছে জিনেদিন জিদানের দল। মঙ্গলবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক এস্পানিওলের কাছে ১-০ গোলে হেরেছে অতিথি রিয়াল মাদ্রিদ। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকার পর ম্যাচ চলছিল অতিরিক্ত সময়ে। তখনও শেষ বাঁশি বাজার অপেক্ষা। কিন্তু শেষ মিনিটে (৯৩ মিনিট) গোল হজম করে হতাশায় নিমজ্জিত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোবিহীন রিয়াল। এই হারে ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। এখন পর্যন্ত অপরাজিত বার্সিলোনার পয়েন্ট ২৫ ম্যাচে ৬৫। এ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৮। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের ফিরতি লেগে পিএসজির মুখোমুখি হবে রিয়াল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের এমন হতশ্রী পারফর্মেন্স মাদ্রিদ শিবিরের জন্য সতর্কবার্তা মনে করছেন অনেকে। মৌসুমের শুরু থেকেই খেই হারানো রিয়াল কিছুতেই জয়ের দেখা পাচ্ছিল না। অবশেষে ঘুরে দাঁড়িয়েছিল জিনেদিন জিদানের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লীগের প্রথম লেগের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাস বেড়ে যায় দলটির। মৌসুমের শেষ ভাগে এসে টানা চার ম্যাচ জিতে লড়াইয়ে ফেরারও আভাস দিয়েছিল তারা। তবে ছন্দ ধরে রাখতে পারেনি। হেরেছে আবারও। ২০০৭ সালের পর এই প্রথম রিয়াল মাদ্রিদকে হারিয়েছে এস্পানিওল। অর্থাৎ ১১ বছর পর প্রথমবারের মতো তুলনামূলক খর্বশক্তির এই দলটির বিপক্ষে হেরেছে লস ব্লাঙ্কোসরা। ঘরের মাঠে ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়ালের জালে বল জড়ান এস্পানিওলের ফরোয়ার্ড জেরার্ড মেরেনো। ম্যাচের শুরু থেকেই চলতি মৌসুমে ছন্দহীন ইউরোপ সেরা দলটি। চোটের কারণে আগে থেকেই বাইরে ছিলেন লুকা মডরিচ, টনি ক্রুস ও মার্সেলো। দলের সেরা তারকা রোনাল্ডোকে দেয়া হয় বিশ্রাম। সেই সঙ্গে আক্রমণ ভাগের আরেক সদস্য করিম বেনজেমাকে বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ জিদান। ম্যাচের ২৬ মিনিটে গোল খেতে বসেছিল সফরকারী রিয়াল। রাফায়েল ভারানের ভুলে বল পেয়ে যান মোরেনো। ডানদিক থেকে তার শট কেইলর নাভাসের পায়ে লেগে পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়। তবে রেফারি চোখ এড়িয়ে যাওয়ায় কর্নার পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আরও বেশি অগোছালো রিয়াল অবশেষে ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটের নাটকীয় গোলে হার নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের ৯০ মিনিট পার হওয়ার পর গোল করে জেতার রেকর্ড অনেক আছে রিয়ালের। তেমনি এই সময়ে হারটাও যেন অভ্যাসে পরিণত করেছে তারা। ২০১৭ সাল থেকে লা লিগায় এ পর্যন্ত ৯০ মিনিটের পর গোল হজম করে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে রিয়াল। গত বছরের ১৫ জানুয়ারি থেকে হিসেবটা চার ম্যাচের। সেভিয়ার মাঠে গত বছরের ১৫ জানুয়ারি ২-১ গোলে হেরেছিল রিয়াল। ওই ম্যাচে যোগ করা সময়ে স্টেভান জোভেটিচের গোলে জিতেছিল সেভিয়া। গত এপ্রিলে সান্টিয়াগো বার্নাব্যুতে বার্সিলোনার বিরুদ্ধে নির্ধারিত সময় পর্যন্ত ২-২ গোলে সমতা ছিল। ৯২ মিনিটে পার্থক্য গড়ে দিয়েছিল লিওনেল মেসির গোল। এরপর গত সেপ্টেম্বরে আবারও ঘরের মাঠে বেটিসের কাছে ৯৪ মিনিটে গোল হজম করে হারতে হয়েছে রিয়ালকে। এই ধারাবাহিকতায় শেষ হারটা এসেছে পরশু রাতে। এবার ৯৩ মিনিটে গোল হজম করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ২০১৬-১৭ মৌসুমে লীগ জয়ের পথে মাত্র তিন ম্যাচ হেরেছিলেন জিদানের শিষ্যরা।
×