ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হোল্ডারদের বাস্তবতা বোঝাচ্ছে আফগানিস্তান

প্রকাশিত: ০৭:২৩, ১ মার্চ ২০১৮

হোল্ডারদের বাস্তবতা বোঝাচ্ছে আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ একদিন আগেই অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, বাছাই পর্বের বাধা পেরিয়ে তার দল ঠিকই ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। জিম্বাবুইয়ের রাজধানী হারারেতে রবিবার শুরু ১০ দল নিয়ে বাছাই পর্বের লড়াই। যেখান থেকে সেরা দুই দল পাবে ইংল্যান্ডের টিকেট। তার আগে বৃষ্টিবিঘিœত প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ২৯ রানে হেরে গেছে হোল্ডার-ক্রিস গেইল-মারলন স্যামুয়েলসদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ! স্কোর ॥ আফগানিস্তান ১৬৩/৯ (৩৫ ওভার), ওয়েস্ট ইন্ডিজ ১১০/১০ (২৬.৪ ওভার)। আফগানিস্তানের হয়ে হ্যাটট্রিক করেছেন পেসার দৌলত জাদরান। হারারেতে টস জিতে আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠান হোল্ডার। ৩৫ ওভারের এ ম্যাচে আফগানিস্তানের প্রথম সাত ব্যাটসম্যানই ব্যর্থ। কেউ ন্যূনতম ২০ রান পর্যন্ত করতে পারেননি। কিন্তু শেষ দিকে অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি (৪২*) ও বোলার গুলবুদ্দিন নঈবের (৪৮) দৃঢ়তায় ৯ উইকেটে ১৬৩ রান তোলে আফগানিস্তান। ৩ উইকেট নেন ক্যারিবীয় পেসার শেলডন কোটরেল। বৃষ্টি হানা দেয়ায় জয়ের জন্য ৩৫ ওভারে ১৪০ রানের লক্ষ্য পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল-এভিন লুইসের ওপেনিং জুটি আর মাঝে স্যামুয়েলস-শাই হোপদের মতো ব্যাটসম্যান থাকলে লক্ষ্যটা কোন চ্যালেঞ্জই না। ভুল। উল্টো, আফগান বোলিংয়ের সামনে ক্যারিবীয়রাই স্রেফ উড়ে গেছে। ২৬.৪ ওভারের মধ্যে হোল্ডারের দল গুটিয়ে গেছে মাত্র ১১০ রানে। ষষ্ঠ ওভারে দলীয় ২৫ রানে গেইলকে (৯) তুলে নেন মোহাম্মদ নবী। এরপর ক্যারিবীয়দের উইকেট পতনের ঢল আর থামেনি। ৮৮ রানের মধ্যেই নেই ৫ উইকেট। ফিরে যান লুইস (৩৬), স্যামুয়েলসের (৩৪) মতো পরীক্ষিত সেনানীরাও। এরপর ২০তম ওভারেই আফগানদের জয় হাতছোঁয়া দূরত্বের মধ্যে এনে দেন দৌলত। নিজের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে যথাক্রমে হেটমেয়ার, পাওয়েল ও কার্লোস ব্রাফেটকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এ পেসার। ১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ক্যারিবীয়রা আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ দুটি উইকেট তুলে ক্যারিবীয়দের লেজ মুড়িয়ে ডি/এল মেথডে আফগানিস্তানকে ২৯ রানের জয় উপহার দেন অধিনায়ক রশিদ খান। বিশ্বকাপ বাছাইপর্বের আগে প্রস্তুতির এই হার ক্যারিবীয়দের জন্য সত্যিকার অর্থেই অশনি সঙ্কেত। ৬ মার্চ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়ে বাছাইপর্বের অভিযান শুরু করবে হোল্ডারের দল। জিম্বাবুইয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিজেদের সক্ষমতার কথা জানান দিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ শুরুর আগে দারুণ ফর্মে রয়েছে রশিদ খান-মোহাম্মদ নবীদের দল।
×