ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিরপুর স্টেডিয়ামের ডিমেরিট পয়েন্ট, বিসিবির আপীল

প্রকাশিত: ০৭:২২, ১ মার্চ ২০১৮

মিরপুর স্টেডিয়ামের ডিমেরিট পয়েন্ট, বিসিবির আপীল

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে আইসিসি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে নিম্নমানের বলেছে। ডিমেরিট পয়েন্ট জমা হয়েছে। এর বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপীলও করেছে। আইসিসিই বুধবার বিষয়টি জানিয়েছে। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হারে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ড্র করার পর মিরপুরে দ্বিতীয় টেস্টে হেরে ১-০তে সিরিজ হেরেছে বাংলাদেশ। শুধু হারই নয়, ম্যাচ রেফারি ডেভিড বুনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই টেস্টের ভেন্যু (চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটকে ‘নিম্নমানের’ আখ্যা দিয়ে একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছিল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুরের উইকেটের ওপর আরোপিত এই ডিমেরিট পয়েন্টের বিরুদ্ধে আপীল করেছে। চট্টগ্রামে প্রথম টেস্টে রানের বন্যা বয়ে গিয়েছিল। দুই দলের তিন ইনিংস মিলে পনের শ’র বেশি রান হয়েছিল। একসময় মনে হচ্ছিল ‘টাইমলেস টেস্ট’ খেলা সম্ভব এই পিচে। অথচ ঢাকায় শেরে বাংলা স্টেডিয়ামে ঘটে এর ঠিক উল্টো। মাত্র আড়াইদিনেই শেষ হয়ে যায় খেলা। দুই দল মিলে মোট ৪০ উইকেটের সবগুলোরই পতন হয়। পুরো ম্যাচজুড়ে অসম বাউন্স, অধারাবাহিক টার্নের কথা তুলে এনে এই পিচটিকে ‘নিম্নমানের’ রেটিং দেন বুন। ফলে একটি ডিমেরিট পয়েন্ট জোটে শেরে বাংলা স্টেডিয়ামের। গত বছরও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর বাজে আউটফিল্ডের জন্য দু’টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিল ভেন্যুটি। আইসিসির নিয়ম অনুযায়ী ৫ বছর অর্থাৎ ২০২২ সালের মধ্যে মোট ৫ ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য এই মাঠে খেলা বন্ধ থাকবে। আইসিসি জানিয়েছে ১৪ মার্চ সংস্থাটির ক্রিকেট বিষয়ক ব্যবস্থাপক জিওফ এ্যালার্ডিস ও ক্রিকেট কমিটির সভাপতি অনিল কুম্বলে এই আপীলের শুনানিতে উপস্থিত থাকবেন। ম্যাচ রেফারির রিপোর্ট, স্বাগতিক বোর্ডের রিপোর্ট এবং ম্যাচ ও গ্রাউন্ডের ভিডিও’র ওপর ভিত্তি করে আপীলের ফলাফল নির্ধারিত হবে। কলকাতায় ওয়ালশ স্পোর্টস রিপোর্টার ॥ কোর্টনি ওয়ালশ কলকাতায় পৌঁছেছেন। বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হেড কোচের সেখানে যাওয়ার উদ্দেশ্য পতৌদী স্মারক বক্তৃতায় অংশ নেয়া। কলকাতার ইংরেজী দৈনিক দ্য টেলিগ্রাফ আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবারই সেখানে পৌঁছান ক্যারিবীয় কিংবদন্তি। কলকাতার জনপ্রিয় দৈনিক পত্রিকা আনন্দবাজার পত্রিকা এমন তথ্যই দেয়। ২০১২ সাল থেকে শুরু হওয়া পতৌদী স্মারক বক্তৃতায় এর আগে অনেক কিংবদন্তিই অংশ নিয়েছেন। ইমরান খান, গ্রেগ চ্যাপেল, সৌরভ গাঙ্গুলী, কপিল দেবদের মতো কিংবদন্তিরা বক্তৃতা দিয়েছেন। এবার প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবেই এখানে যোগ দিয়েছে ওয়ালশ। তাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে বার্তা সংস্থা এবিপি। অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বুধবার। অনেক কারণেই কলকাতা শহরের কথা মনে আছে ওয়ালশের। কারণ ইডেনে চারটি ওয়ানডে খেলে গেছেন।
×