ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাইনপুকুরের শুভাগতর সেঞ্চুরি বিফলে

প্রাইম ব্যাংক, ব্রাদার্স, খেলাঘরের জয়

প্রকাশিত: ০৭:২০, ১ মার্চ ২০১৮

প্রাইম ব্যাংক, ব্রাদার্স, খেলাঘরের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্রাদার্স ইউনিয়ন ও খেলাঘর সমাজকল্যাণ সমিতিও জয় পেয়েছে। বুধবার অগ্রণী ব্যাংককে ৪২ রানে প্রাইম ব্যাংক, কলাবাগান ক্রীড়া চক্রকে ১৫ রানে খেলাঘর ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ব্রাদার্স। দিনের একমাত্র সেঞ্চুরিটি করেছেন শুভাগত হোম। কিন্তু তার সেঞ্চুরির পরও শাইনপুকুর জিততে পারেনি। প্রাইম ব্যাংক-অগ্রণী ব্যাংক ॥ ফতুল্লায় প্রাইম ব্যাংক-অগ্রণী ব্যাংক ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করে অগ্রণী ব্যাংক। ব্যাট করার সুযোগ পেয়ে তা কাজেও লাগায় প্রাইম ব্যাংক। মেহেদী মারুফের ৫৪, মেহরাব হোসেন জুনিয়রের ৫২, দেলোয়ার হোসেনের অপরাজিত ৪১ ও আরিফুল হকের ৩৯ রানে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৭২ রান করে প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে ৪৬.৫ ওভারে ২৩০ রান করতেই অলআউট হয়ে যায় অগ্রণী ব্যাংক। ধীমান ঘোষ সর্বোচ্চ ৭৩ রান করেন। রুবেল হোসেন ও দেলোয়ার হোসেন ৩টি করে উইকেট নেন। কলাবাগান-খেলাঘর ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলাবাগান। তাতেই যেন হারের মুখে পড়ে। আগে ব্যাট করার সুযোগটি পেয়ে ৫০ ওভারে ২৩৮ রান করতেই অলআউট হয় খেলাঘর। ভারতের রাজস্থানের অশোক মেনারিয়া ৫ রানের (৯৫ রান) জন্য সেঞ্চুরি করতে পারেননি। জবাব দিতে নেমে কলাবাগানও পুরো ৫০ ওভার খেলে। কিন্তু ৯ উইকেটে ২২৩ রানের বেশি করতে পারেনি। তাইবুর রহমান ৮১ ও আবুল হাসান রাজু ৭৬ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। কিন্তু জয় আর মিলেনি। ব্রাদার্স-শাইনপুকুর ॥ বিকেএসপিতে টস জিতে আগে ব্যাটিং করে শাইনপুকুর। দলটি রানও করে অনেক। স্কোরবোর্ডে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৮৮ রান জমা করে। শুভাগত হোম ১১৬ রানের অসাধারণ ইনিংস খেলেন। আফিফ হোসেন ধ্রুব ৬৮ রান করেন। কিন্তু তাতেও জয় মিলেনি শাইনপুকুরের। ব্রাদার্স ব্যাটসম্যানরা যে ঐক্যবদ্ধ নৈপুণ্য দেখান। মাইশুকুর রহমানের ৮৮, ভারতের শিলিগুড়ির দেবব্রত দাসের ৭৫, ইয়াসির আলীর অপরাজিত ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ৪৯.১ ওভারে ২৮৯ রান করে জিতে যায় ব্রাদার্স। স্কোর ॥ প্রাইম ব্যাংক-অগ্রণী ব্যাংক ম্যাচ, প্রাইম ব্যাংক ইনিংস ২৭২/৮; ৫০ ওভার (মেহেদী ৫৪, মেহরাব জুনিয়র ৫২, দেলোয়ার ৪১*, আরিফুল ৩৯)। অগ্রণী ব্যাংক ইনিংস ২৩০/১০; ৪৬.৫ ওভার (ধীমান ৭৩, জাহিদ ৪৮*; দেলোয়ার ৩/৪১, রুবেল ৩/৪৪)। ফল ॥ প্রাইম ব্যাংক ৪২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ দেলোয়ার হোসেন (প্রাইম ব্যাংক)। কলাবাগান-খেলাঘর ম্যাচ, খেলাঘর ইনিংস ২৩৮/১০; ৫০ ওভার (মেনারিয়া ৯৫ রান, অমিত ৪২; ফেরদৌস ৩/৪৪)। কলাবাগান ইনিংস ২২৩/৯; ৫০ ওভার (তাইবুর ৮১, রাজু ৭৬; মাহমুদ ৩/৪৭)। ফল ॥ খেলাঘর ১৫ রানে জয়ী। ম্যাচসেরা ॥ অশোক মেনারিয়া (খেলাঘর)। ব্রাদার্স-শাইনপুকুর ম্যাচ, শাইনপুকুর ইনিংস ২৮৮/৮; ৫০ ওভার (শুভাগত ১১৬, আফিফ ৬৮; সোহরাওয়ার্দী ৩/৬৮)। ব্রাদার্স ইনিংস ২৮৯/৫; ৪৯.১ ওভার (মাইশুকুর ৮৮, দেবব্রত ৭৫, ইয়াসির ৪৫)। ফল ॥ ব্রাদার্স ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মাইশুকুর রহমান (ব্রাদার্স)।
×