ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাল খেলার প্রত্যাশা ঢাকা আবাহনীর

প্রকাশিত: ০৭:২০, ১ মার্চ ২০১৮

ভাল খেলার প্রত্যাশা ঢাকা আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন ঢাকা আবাহনী লিমিটেড। এই আত্মবিশ্বাসকে পুঁজি করে এবার এএফসি কাপের বাছাইপর্বে ভাল করার স্বপ্ন বুনছে আকাশী হলুদ জার্সিধারীরা। এ লক্ষ্যে হাতে সময় নেই এক সপ্তাহও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাছাইয়ে নামতে হচ্ছে ঢাকা আবাহনীকে। তাই ক্লাবে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস বেড়েছে আকাশী হলুদ জার্সিধারীদের। তবুও প্রতিপক্ষ মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে সতর্ক অবস্থানে ঢাকা আবাহনী। প্রতিপক্ষের ম্যাচ ভিডিও পর্যবেক্ষণ করে সার্বিক প্রস্তুতি নিচ্ছে ঢাকার জায়ান্টরা। জাতীয় দলের বিপক্ষে জয়ের পেছনে অবদান বেশি আবাহনীর বিদেশী ফুটবলারদেরই। তবে দলের সবাই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। প্রতিপক্ষকে কঠিন মানলেও নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। আর কোচ টিটু প্রতিপক্ষকে সমীহ করলেও তাদের হারানোর সব রকম ছক কষছেন। গত বছর এএফসি কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ঢাকা আবাহনীকে। এবার নিউ রেডিয়েন্টের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও মাটিতেই পা রাখছেন কোচ সাইফুল বারি টিটু, ‘জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এএফসি কাপের আগে দলের খেলোয়াড়দের মধ্যে কম্বিনেশনটা খুব জরুরী। ম্যাচের পর আমরা নিজেদের বেশ কিছু জায়গায় ঘাটতি দেখেছি, সেগুলো নিয়েই কাজ করছি।’ প্রতিপক্ষ রেডিয়েন্ট ক্লাব কিছুদিন আগেই শক্তিধর টিসি স্পোর্টসকে ৩-০ গোলে হারিয়েছে। যেই টিসি স্পোর্টস বাংলাদেশে এসে এএফসি কাপের প্রাক বাছাইয়ে ১-০ গোলে হারিয়ে দিয়ে গেছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। তাই রেডিয়েন্ট ক্লাবকে সমীহই করছেন কোচ সাইফুল বারী টিটু, ‘ওরা যথেষ্ট শক্তিশালী দল। টিসি স্পোর্টকে বড় ব্যবধানে হারিয়েছে। ম্যাচ ভিডিও আমার কাছে আছে। এ্যানালাইসিস করব। দলের খেলোয়াড়দের দেখাব। সব থেকে বড় কথা হলো ম্যাচ ডে তে আমার খেলোয়াড়রা কি করবে।’ এএফসি কাপে ক্লাবের হয়ে এশিয়ান কোটায় একজনসহ মোট খেলতে পারবে ৪ বিদেশী। যেখানে ঢাকা আবাহনীতে আছে সানডে, এমেকা, এলিসন ও জাপানী মিডফিল্ডার সাইয়া। এটি বাড়তি মাত্রা যোগ করবে খেলায়। নিজেদের সেরাটা দিয়ে মালদ্বীপের দলকে হারাতে আত্মবিশ্বাসী দলের বিদেশী খেলোয়াড়রা। আবাহনীর ভরসার প্রতীক সানডে সিজোবা মনে করছেন স্ট্রাইকার হিসেবে তার দায়িত্ব বেশি গোল করা। দলের সবাই নিজেদের জায়গা থেকে ভাল করলে ফলাফলটা আবাহনীর পক্ষে আসবে বলেই বিশ্বাস এই নাইজেরিয়ানের। তার সঙ্গে সহমত পোষণ করলেন আরেক বিদেশী ফরোয়ার্ড এলিসন। তিনিও মনে করছেন রেডিয়েন্টের বিপক্ষে অবশ্যই জেতা সম্ভব। তবে বড় ব্যবধানে জাতীয় দলকে হারালেও পেনাল্টি বক্সে ২টিসহ খেলায় মোট ৬টি ফাউল করে ঢাকা আবাহনী। তবে এএফসি কাপে এই ব্যাপারে আরও সতর্ক ঢাকা আবাহনীর রক্ষণভাগ। ডিফেন্ডার নাসিরুদ্দিন চৌধুরী যিনি গোল করতেও পারদর্শী। দলের অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেছেন, ‘অনেক ভুল-ত্রুটি ছিল। এগুলো নিয়ে কোচ কাজ করছেন। যদি আমরা এগুলো ওভারকাম করতে পারি। আমার মনে হয় আমরা ভাল কিছু করতে পারব।’
×