ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের আগে আর ফিরছেন না নেইমার!

প্রকাশিত: ০৭:১২, ১ মার্চ ২০১৮

বিশ্বকাপের আগে আর ফিরছেন না নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে বিশ্বকাপের কথা এখনও ভুলতে পারেনি ব্রাজিলিয়ানরা। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে পিঠে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নেইমার। দলের সেরা তারকার অনুপস্থিতিতে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিধ্বস্ত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার রাশিয়া বিশ্বকাপে সেই ক্ষত জুড়ানোর স্বপ্ন বুনছে পেলের দেশ। এই মিশনে প্রধান ভরসা নেইমারই। সেই কিনা আবারও গুরুতর চোটে পড়েছেন। ক্লাব দল পিএসজির হয়ে ফরাসী লীগ ওয়ানের ম্যাচে মার্শেইয়ের বিরুদ্ধে আঘাত পান সাবেক বার্সিলোনা তারকা। তার চোটা গুরুতরই বলে জানা গেছে। এখনও নিশ্চিত না হলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে, গোড়ালির চোটে ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। অর্থাৎ দুই মাস ময়দানী লড়াইয়ে ফিরতে পারবেন না। এর ফলে চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বপ্নে বড় এক ধাক্কা খেতে হচ্ছে পিএসজিকে। কেননা শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। আর প্রথম লেগে রিয়ালের মাঠে তারা হেরে এসেছে ৩-১ গোলে। এমন অবস্থায় শেষ আট্ েযেতে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে। এই কঠিন মিশনে এখন নেইমার খেলতে পারবেন না। তাই পিএসজির ভাগ্যে কি হয় সেটাই দেখার। চোট পাওয়ার মুহূর্তে নেইমারকে কাঁদতে দেখা গেছে। প্রথমে তো ভয় পাচ্ছিলেন সবাই, পা টা ভেঙ্গে গেছে নেইমারের! সেক্ষেত্রে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে যেতে হতো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। তবে জানা গেছে, পা মচকেছে নেইমারের। তার বাবা সিনিয়র নেইমার জানিয়ে দিয়েছেন ছয় থেকে আট সপ্তাহের আগে ছেলের ফেরার সম্ভাবনা নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, সমস্যার পুরোপুরি সমাধান ও বিশ্বকাপ নিয়ে কোনরকম ঝুঁকি এড়াতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। আর তাতে দুই মাসের মতো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে মাঠের বাইরে থাকতে হবে। তবে নেইমার অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পিএসজি কোচ উনাই এমেরি। নেইমারের বাবা এ প্রসঙ্গে বলেন, আমাদের ক্লাবের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। পিএসজি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। দলের চিকিৎসক (ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমার) আসবে ও তারা একসঙ্গে সিদ্ধান্ত নেবে। বুধবার তারা আলোচনা করে ঠিক করবে। পিএসজি এরই মধ্যে জানে যে তার অস্ত্রোপচার লাগুক বা না লাগুক, তারা নেইমারকে ছয় থেকে আট সপ্তাহের জন্য পাবে না। নেইমারের বাবা আরও বলেন, সিদ্ধান্তটি দ্রুত নেয়া গুরুত্বপূর্ণÑ কারণ আমরা অপেক্ষা করতে পারি না। খেলোয়াড়টির সবচেয়ে দ্রুত সেরে ওঠার পথ হলো অস্ত্রোপচার। নেইমারের চোটে দুশ্চিন্তা ভর করেছে ব্রাজিল শিবিরেও। এই চোট যদি মারাত্মক হয় আর বিশ্বকাপে যদি এর বিরূপ প্রভাব পড়ে! ব্রাজিল দলের অন্যতম ভরসা দানিয়েল আলভেস তাই সাবধান করে দিচ্ছেন সবাইকে। নেইমারের চোট নিয়ে সংক্ষিপ্ত বিবৃবিতে পিএসজি জানিয়েছে, ‘আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যানের রিপোর্টে নেইমারের ডান গোড়ালিতে ইনজুরির মাত্রা নিশ্চিত হওয়া গেছে। কিন্তু একই সঙ্গে তার পঞ্চম মেটাটারসেলে সূক্ষ্ম একটি চিড় ধরা পড়েছে।’ এই ধরনের ইনজুরিতে সাধারণত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে যে সময় লাগে সেই অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে নেইমারের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মেটাটারসেলে ইনজুরি সাধারণত ভাল হতে প্রায় মাসখানেক সময় লাগে। গত মাসেই নেইমারের জাতীয় দলের সতীর্থ গ্যাব্রিয়েল জেসুস ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে মেটাটারসেলের ইনজুরিতে দুই মাস মাঠের বাইরে ছিলেন। ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম ও ওয়েন রুনি একই ধরনের ইনজুরিতে পড়ে ছয় সপ্তাহ বিশ্রামে ছিলেন। এখন ব্রাজিলের সমর্থকরাও নেইমারের দ্রুত সুস্থতার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন। বিশেষ করে ইনজুরির কারণে ২০১৪ সালে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে বিধ্বস্ত হবার ম্যাচটিতে নেইমারের অনুপস্থিতি এখনও ভুলতে পারেননি সেলেসাও সমর্থকরা। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র সাড়ে তিন মাস বাকি। নেইমারের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে দুই মাস লেগে গেলে বাকি সময়ে হয়তো ক্লাব দল পিএসজির হয়ে মাঠে নামবেন না তিনি। সেক্ষেত্রে ব্রাজিলের হয়ে প্রস্তুতি ম্যাচে গা ঝালিয়েই হয়তো হেক্সা মিশনে নামবেন সময়ের অন্যতম সেরা তারকা। অর্থাৎ এখন যে অবস্থা, তাতে হয়তো বিশ্বকাপের আগে আর মাঠে ফিরছেন না নেইমার।
×