ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্ক কেলেঙ্কারি মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ

প্রকাশিত: ০৬:৩৭, ১ মার্চ ২০১৮

মার্ক কেলেঙ্কারি মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ

মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির শেয়ার কেলেঙ্কারি মামলায় বুধবার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। একইসঙ্গে মামলাটির পরবর্তী বিচারকাজের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করা হয়েছে। শেয়ারবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠন করা বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এই দিন ধার্য করেছেন। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক উপ-পরিচালক শুভ্রকান্তি চৌধুরী। এর আগে এই মামলায় বিএসইসির উপ-পরিচালক এএসএম মাহমুদুল হাসান সাক্ষ্য দেন। আগামী ১৫ মার্চ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন বিএসইসির পরিচালক ফরহাদ আহমেদ। এ মামলার আসামিরা হলেন- মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তার। আসামিরা শুরু থেকেই পলাতক রয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার গ্রামীণফোনের ইজিএম ১৯ এপ্রিল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড সংঘ-স্মারক সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি আগামী ১৯ এপ্রিল ইজিএম আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ সংঘ-স্মারক পরিবর্তনের জন্য ইজিএম আহ্বান করেছে। আগামী ১৯ এপ্রিল দুপুর ১২টা ১৫ মিনিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা খিলক্ষেতে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মার্চ। -অর্থনৈতিক রিপোর্টার
×