ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে ॥ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্যাশা

প্রকাশিত: ০৬:০৫, ১ মার্চ ২০১৮

আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে ॥ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্যাশা

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বাংলাদেশে আগামী দিনে শক্তিশালী গণতন্ত্র হবে বলেও আশা করেছে দেশ দুইটি। বুধবার রাজধানীতে পৃথক দুইটি অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও যুক্তরাজ্যের হাইকমিশনার এ্যালিস ব্লেক এই আশা প্রকাশ করেন। বুধবার রাজধানীর ধানম-ির ইএমকে সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। এ সময় তিনি নির্বাচনের নামে রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতা বন্ধের তাগিদ দেন। মার্শা বার্নিকাট আরও বলেন, আগামী ২ মার্চ তিন দিনের সফরে ঢাকায় আসবেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য লিসা কার্টিস। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব পছন্দের কোন রাজনৈতিক দল ও ব্যক্তি নেই। আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। এছাড়া আগামী নির্বাচনী পরিবেশ বোঝার জন্য অন্যান্য দূতাবাসও দুই প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারে বলেও তিনি অভিমত প্রকাশ করেন। এদিকে যুক্তরাজ্যের হাইকমিশনার এ্যালিসন ব্লেক বলেছেন, আমরা প্রত্যাশা করি আগামী জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী হবে বলেও প্রত্যাশা করেন তিনি। বুধবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঢাকায় যুক্তরাজ্যের নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার ক্যানবার হোসেন বোর ও হাইকমিশনের হেড অব প্রেস নিসার হোসেনের সঙ্গে পরিচয় করিয়ে দেন এ্যালিসন ব্লেক। এ সময় এ্যালিসন ব্লেক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে বাড়ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যেরও অগ্রগতি হচ্ছে। এই অগ্রগতি ধরে রাখতে হবে। এ্যালিসন ব্লেক বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য একযোগে কাজ করছে। আগামীতে দুই দেশ এই ইস্যুতে কাজ করবে বলেও তিনি জানান।
×