ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড. কামাল রায় পড়ে পরামর্শ দেবেন ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৬:০৫, ১ মার্চ ২০১৮

ড. কামাল রায় পড়ে পরামর্শ দেবেন ॥ মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রায়ের কপি পড়ে ড. কামাল হোসেন পরামর্শ দেবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলা লড়ার অনুরোধ ড. কামাল হোসেন ফিরিয়ে দিয়েছেন বলে যে সংবাদ গণমাধ্যমে প্রচার হয়েছে তা সত্য নয়। ড. কামাল হোসেনের সঙ্গে খালেদা জিয়ার মামলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন। মির্জা ফখরুল বলেন, আমরা খালেদা জিয়ার মামলার বিষয়ে আইনী পরামর্শের জন্য ড. কামাল হোসেনের কাছে গেছি। সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা রায়ের একটা কপিও তাকে দিয়েছি। তিনি বলেছেন, রায়ের কপি তিনি পড়বেন এবং পরে আমাদের পরামর্শ দেবেন। বিএনপি মহাসচিব বলেন, ড. কামাল খালেদা জিয়ার মামলা লড়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বলে সাংবাদিকরা আমার বা ড. কামাল হোসেনের সঙ্গে কথা না বলেই প্রচার করেছেন। এর মাধ্যমে শুধু বিএনপি নয়, ড. কামাল হোসেনের মতো আইনজীবীকেও ছোট করা হয়েছে। কামাল হোসেন অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বলে যারা সংবাদ প্রকাশ করেছেন, তাদের সেটি উচিত হয়নি। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে ইসির কাছে দেয়া চিঠির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে আর প্রধানমন্ত্রী দেশ-বিদেশে সরকারী খরচে নৌকার প্রচার চালাচ্ছেন। তাই আমরা যৌক্তিক দাবি জানিয়েছি, অবিলম্বে এটি বন্ধে পদক্ষেপ নিতে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। আর যদি তারা সেটা না করে, তাহলে আমরা আগে যে অভিযোগ করেছি অর্থাৎ নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে- সেটাই প্রমাণ হবে। ফখরুল বলেন, যেভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে তার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ করা যাবে না। এমনকি বিএনপিকেও ভাঙ্গা যাবে না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। কোন সংঘাতে বিএনপি নেতাকর্মীরা জড়িত নয়, অথচ তারপরও দলের নেতাকর্মীদের কোন কারণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। নির্বাচনের নামে প্রহসনে যাবে না বিএনপি- নজরুল ॥ বিএনপি নির্বাচনের নামে কোন প্রহসনে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ডেমোক্র্যাটিক মুভমেন্ট’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নজরুল বলেন, এ সরকার খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে কোন ক্ষতি করতে পারেনি। জেলে গিয়ে বরং খালেদা জিয়া ও বিএনপির আরও লাভ হয়েছে। খালেদা জিয়া ম্যাডাম ছিলেন, এখন মা হয়ে গেছেন। দেশের অতীত রাজনীতিতে যেমন খালেদা জিয়ার ভূমিকা ছিল, ঠিক তেমনি ভবিষ্যত রাজনীতিতে তার অংশগ্রহণ প্রয়োজনীয়। তাকে কারাগারে রেখে বিএনপিকে দুর্বল করা যায়নি। বরং সারাদেশের নেতাকর্মীরা আরও সুসংগঠিত। খালেদা জিয়াকে ছাড়া আগামী নির্বানে বিএনপি কখনই যাবে না। নজরুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ বিশ্বাস করেন না নিজের স্বামীর নামে গড়া ট্রাস্টের ২ কোটি টাকা খালেদা জিয়া তুলেছেন। তিনি যদি একবার বলতেন তার ২ কোটি টাকা প্রয়োজন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষই এর চেয়ে বেশি টাকা তাকে দিতেন। এতিমের টাকা তোলা লাগবে কেন? তিনি চাইলেই প্রতিদিন ২ কোটি টাকা জোগাড় করতে পারেন। আয়োজক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।
×