ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রয় কমিটিতে ১৩ প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ০৬:০৪, ১ মার্চ ২০১৮

ক্রয় কমিটিতে ১৩ প্রস্তাব অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়নের কাজসহ ১৩ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৩ হাজার ৩১৭ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুত খাতের ৭ টি ক্রয় প্রস্তাব রয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। মোস্তাফিজুর রহমান বলেন, চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়নের প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনী। এতে ব্যয় হবে ২১৮ কোটি ৪ লাখ টাকা। নৌবাহিনী ১০ মাসে ভূমি উন্নয়নের কাজ সম্পন্ন করবে। নৌবাহিনীর অভিজ্ঞতার ভিত্তিতে এবং প্রকল্পের গুণগতমান নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে তাদের কাজ দেয়া হয়েছে। তিনি বলেন, নির্মাণাধীন মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিকাল কোল-ফায়ার্ড পওয়ার প্রজেক্টের সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন বিভিন্ন কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পে ব্যয় হবে ৩২০ কোটি ২ লাখ টাকা। বৈঠকে জাইকা সহায়তাপুষ্ট উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় গবর্নেন্স ইমপ্রুভমেন্ট, সুপারভিশন, এ্যান্ড মনিটরিং (জিআইএসএম) শীর্ষক পরামর্শক সেবা ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৪৮ কোটি ৮৪ লাখ টাকা। অতিরিক্ত সচিব বলেন, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় খাদ্য অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় মাধবপুরে ৪৮ হাজার টন, ময়মনসিংহে ৪৮ হাজার টন এবং আশুগঞ্জে একলাখ ৫ হাজার টন খাদ্য ধারণক্ষমতা সম্পন্ন সাইলো এবং অন্যান্য নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য ব্যয় হবে ৯৬০ কোটি ৩ লাখ টাকা। বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্তৃক বাস্তবায়নাধীন ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ এর বহিঃসীমানা দিয়ে লুপ রোড নির্মাণসহ ঢাকা ট্রাঙ্ক রোড হয়ে বায়েজিদ বোস্তামী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১১০ কোটি ৭৩ লাখ টাকা। মোস্তাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্তৃক বাস্তবায়নাধীন ‘চিটাগাং সিটি আউটার রিং রোড (পতেঙ্গা থেকে সাগরিকা)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘ফিডার রোড-১ ও ফিডার রোড-৩ নির্মাণ এবং প্রকল্পের সৌন্দর্য্যবর্ধন’ শীর্ষক কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে তিন কোটি ৪৮ লাখ টাকা। তিনি বলেন, ‘বিদ্যুত ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর আওতায় রূপকল্প-৩ শীর্ষক প্রকল্পের অধীনে কসবা-১ অনুসন্ধান কূপ খননের জন্য বিজয়-১২ রিগটি ব্যবহারের লক্ষ্যে রিগ ও রিগ সংশ্লিষ্ট মালামাল স্থানান্তরে পরিবহন ঠিকাদার নিয়োগের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য ব্যয় হবে এক কোটি ৯০ হাজার টাকা। বৈঠকে কনসোর্টিয়াম অব হ্যাংজু জিনজিয়াং গ্রুপ কোম্পানি লিমিটেড, হ্যাংজু জেনজেসি হোল্ডিং গ্রুপ কোম্পানি লিমিটেড এবং জিনদুন এনার্জি ইকুইপমেন্ট (হংকং) লিমিটেড কর্তৃক চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে ১৩২০ মেগাওয়াট (১২৪০ মেগাওয়াট নেট) ক্ষমতাসম্পন্ন কয়লা ভিত্তিক আইপিপি বিদ্যুতকেন্দ্র স্থাপনের জন্য স্পন্সরের সঙ্গে চুক্তি সম্পাদনের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। ২৫ বছর মেয়াদে এ কেন্দ্র থেকে বিদ্যুত কিনবে সরকার। এছাড়াও ৫৪ মেগাওয়াট এবং ১০৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুত কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে কমিটি। এছাড়া বৈঠকে কুমারগাঁও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুত কেন্দ্র ও শাহজীবাজার ৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুত কেন্দ্রের মেয়াদ ২ বছর করে বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
×