ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বাড়ছে

প্রকাশিত: ০৬:০৩, ১ মার্চ ২০১৮

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বাড়ছে

মোয়াজ্জেমুল হক/এইচএম এরশাদ ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যের অসহায় রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও তাদের তৎপরতা প্রতিনিয়ত জোরাল করছে। বিশ্বের বিভিন্ন ফোরামে রোহিঙ্গা ইস্যুটি এখন ব্যাপকভাবে আলোচিত। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস শুরু থেকে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে মিয়ানমারের সমালোচনায় সরব অবস্থানে রয়েছে। এর পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এ ইস্যুতে মিয়ানমারের প্রতি তাদের কঠোর অবস্থান জানান দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আগামীকাল শুক্রবার তিন দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ডেপুটি এ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিস। সফরকালে তিনি উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন। উল্লেখ্য, এই প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক নেতৃত্বের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব এম শহিদুল হকসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন। এ দিকে, তুমব্রু সীমান্তের ওপারে জিরো লাইনে আশ্রিত রোহিঙ্গাদের কেউ মঙ্গল ও বুধবার অনুপ্রবেশ করেনি। গত মঙ্গলবার শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী ইয়েমেনের তাওয়াক্কাল কারমান, যুক্তরাজ্যের মেরিইড ম্যাগওয়ার, ইরানের শিবির এবাদি এপার থেকে তুমব্রু সীমান্তের জিরো লাইনে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি হাত নেড়ে তাদেরকে সহানুভূতি জানান। ইতোমধ্যে এ তিন নারী রোহিঙ্গাদের বিভিন্ন আশ্রয় ক্যাম্প ঘুরে নারী পুরুষদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। তাদের দুর্দশার নানা বর্ণনা লিপিবদ্ধ করেছেন। তারা আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের এ চিত্র জোরালোভাবে তুলে ধরবেন বলে সফররতদের সঙ্গে থাকা একটি সূত্র জানিয়েছে।
×