ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তরের ১১ জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল শুরু

প্রকাশিত: ০৬:০৩, ১ মার্চ ২০১৮

উত্তরের ১১ জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ঢাকা ও বগুড়ার পরিবহন মালিক শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বুধবার বগুড়াসহ উত্তরের ১১ জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা থেকে বাস চলাচল আবার শুরু হয়েছে। রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের বৈঠকের পর ঢাকামুখী বাস চলাচলের ধর্মঘট প্রত্যাহার হয়। ঢাকার মহাখালী টার্মিনাল থেকে বগুড়ার মালিকদের পরিচালিত শাহ ফতেহ আলী পরিবহনের এসি বাস চলাচলে বাধা দেয়া নিয়ে বিরোধে সোমবার রাতে বগুড়া থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়। মঙ্গলবার রাতে বগুড়ায় রাজশাহী বিভাগীয় মালিক শ্রমিক ঐক্যপরিষদের বৈঠকের পর বুধবার সকাল থেকে বগুড়াসহ উত্তরের ১১ জেলা থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়। এর প্রেক্ষিতে সকাল থেকে এ অঞ্চলের ১১ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। বুধবার বিকেলে বগুড়ার জেলা ও পুলিশ প্রশাসন পরিবহন মালিক শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক করেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী ও পুলিশ সুপার আসাদুজ্জামান ঢাকার পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এর প্রেক্ষিতে উভয়পক্ষ সমঝোতায় পৌঁছলে সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
×