ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লাল শাড়িতে শ্রীদেবীর শেষ যাত্রা

প্রকাশিত: ০৬:০২, ১ মার্চ ২০১৮

লাল শাড়িতে শ্রীদেবীর শেষ যাত্রা

বিডিনিউজ ॥ সোনালি পাড়ের লাল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক। কপালে লাল টিপ- যেন এক প্রতিমা। এমন সাজেই রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ে শেষযাত্রায় চললেন বলিউড সুপারস্টার শ্রীদেবী। অশ্রুসিক্ত চোখে তাকে শেষ বিদায় জানালেন শোকাহত ভক্তকুল। শ্রীদেবীর শেষযাত্রায় সবকিছুই সাজানো হয়েছে তার প্রিয় রং সাদায়। সবাইকে সাদা পোশাক পরেই শেষকৃত্যে আসার অনুরোধ করা হয়। দুবাই থেকে শ্রীদেবীর মরদেহ ভারতে নেয়ার পর বুধবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাখা হয় মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রয়াত এই চলচ্চিত্র তারকাকে শেষবার দেখতে ভোর থেকেই লোখেন্ডওয়ালের রাস্তায় ভিড় জমতে শুরু করে। বেলা যত গড়িয়েছে ক্লাবের রাস্তার দুই ধারে ভিড় তত বাড়তে থাকে। শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে আসেন বলিউডের তারকারা। তাদের অনেকে স্মৃতিচারণ করেন। অনেকে প্রিয় নায়িকার সিনেমার গান গেয়ে শোনান। দুপুর ২টা ২৬ মিনিটে তোপধ্বনির মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হয় শ্রীদেবীর শবযাত্রা। ভারতের তিনরঙা পতাকায় মুড়ে ফুলে ঢাকা কফিন নিয়ে ট্রাক রওনা হয় ভিলে পার্ল শ্মশানের দিকে। সেখানেই শ্রীদেবীর শেষকৃত্য হবে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো লিখেছে, কর্ণাটক থেকে চেন্নাই, কলকাতা থেকে মালদ্বীপ-শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে সামিল হয়েছেন দেশ-বিদেশের অসংখ্য ভক্ত। তাদের সঙ্গে শবযাত্রায় আছেন স্বামী বনি কাপুরের পরিবারের সদস্যরাও। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে আকস্মিক মৃত্যু হয় অভিনেত্রী শ্রীদেবীর। প্রথমে হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানালেও পরে ময়নাতদন্তে বেরিয়ে আসে বাথট্যাবে দুর্ঘটনাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। শ্রীদেবীকে বলা হয় বলিউডের প্রথম সুপারস্টার অভিনেত্রী। তিনি ছিলেন সেই বিরল অভিনেত্রীদের একজন, কোন প্রতিষ্ঠিত নায়কের উপস্থিতি ছাড়াই যার সিনেমা বক্স অফিসে ব্যবসাসফল হতো। ৫৪ বছরের জীবনে ৫০ বছরই চলচ্চিত্র অঙ্গনে কেটেছে কুশলী এই অভিনেত্রীর। ভারতের বিভিন্ন ভাষার দেড় শতাধিক চলচ্চিত্র তিনি উপহার দিয়ে গেছেন, যার মধ্যে রয়েছে মিস্টার ইন্ডিয়া, লামহে, চাঁদনী, চালবাজ, নাগিনা ও সাদমার মতো তুমুল জনপ্রিয় চলচ্চিত্র।
×