ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতারণা, অনিয়মের দায়ে ৫৪ হজ এজেন্সির শাস্তি

প্রকাশিত: ০৬:০০, ১ মার্চ ২০১৮

প্রতারণা, অনিয়মের দায়ে ৫৪ হজ এজেন্সির শাস্তি

আজাদ সুলায়মান ॥ ঢাকায় ও জেদ্দায় হজযাত্রীদের সঙ্গে প্রতারণা, অবহেলা ও নানা ধরনের অনিয়মের ৫৪ এজেন্সিকে শাস্তি দেয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি-১ এর সুপারিশে বুধবার এ শাস্তি দেয়া হয়। এছাড়া প্রাথমিকভাবে ২৩২টি এজেন্সিকে সতর্ক করা হয়েছে। অপরাধের ধরণ বুঝে এ সব এজেন্সিকে শাস্তির আওতায় আনা হয়। এর মধ্যে ২৫টি এজেন্সির লাইসেন্স বাতিল, ১১টি এজেন্সির লাইসেন্স এক থেকে তিন বছর পর্যন্ত স্থগিত, ৪০টি এজেন্সিকে দুই কোটি এক লাখ ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এদের মধ্যে তিনজন মালিককে কালো তালিকাভুক্ত করা হয়। এর বাইরেও মোনাজ্জেম হিসেবে দায়িত্ব পালন করা এক মাদরাসা শিক্ষকের বিরদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তদন্ত কমিটি মঙ্গলবার রাতে সুপারিশ করার পর পরই এ সিদ্ধান্ত নেয়া হয়। এ দিকে ২০১৮ সালের হজ কার্যক্রম পরিচালনার জন্য ৭৭৪টি বেসরকারী এজেন্সিকে অনুমোদন দেয়া হয়েছে। এটি প্রথম পর্যায়ের তালিকা। দ্বিতীয় ধাপে আরও কিছু সংখ্যক এজেন্সিকে এ অনুমোদন দেয়া হবে। এসব এজেন্সিকে ইতোমধ্যে হজ চুক্তি সম্পাদনের জন্য চিঠি দেয়া হয়েছে। এসব বিষয়ে জানতে চাইলে ধর্ম সচিব আনিসুর রহমান জনকণ্ঠকে বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। আল্লাহর মেহমানদেরকে কষ্ট দেয়ার মতো জঘন্য অপরাধ যারা করেছে, তাদেরকে শাস্তি পেতে হবেই। অতীতে কি হয়েছে না হয়েছে- ভবিষ্যতে কেউ অপরাধ করে আর পার পাবে না। তবে এ শাস্তি থেকে রেহাই পেতে অনেক প্রভাবশালী লোকজন তদ্বিরের পর তদ্বির করেছে। কোন কিছুতেই কাজ হয়নি। এসব বিষয়ে আজ (বৃহস্পতিবার ) মন্ত্রণালয়ে এক সাংবাদিক সন্মেলনে বিস্তারিত জানানো হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গুরুতর অভিযোগ নিঃসন্দেহে প্রমাণিত হওয়ায় ২৫টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াফত করা হয়। এগুলো হচ্ছে- আল আমানত ট্র্যাভেলস, শিমন ওভারসিস এক্সপ্রেস, গ্রামীণ এয়ার ইন্টারন্যাশনাল, এয়ার ল্যান্ড ইন্টারন্যাশনাল, সাউথ এশিয়ান ট্র্যাভেলস, বুশরা ট্যুরস এ্যান্ড ট্র্যাভেলস, কর্নওয়ে ট্র্যাভেলস এ্যান্ড ট্যুরস, এ্যাবকো এয়ার সার্ভিস, সিরাজগঞ্জ ট্যুরস এ্যান্ড ট্র্যাভেলস , আমানা বিজনেস সল্যুশন, আল বালাদ ওভারসিস, আল মানার ট্যুরস এ্যান্ড ট্র্যাভেলস, ঢাকা হজ কাফেলা এ্যান্ড ট্র্যাভেলস, গ্লোব ট্যুরস এ্যান্ড ট্র্যাভেলস, গুলশান এ মোহাম্মাদিয়া ট্র্যাভেলস, কাশেম ট্যুরস এ্যান্ড ট্র্যাভেলস, মনির ট্যুরস এ্যান্ড ট্র্যাভেলস, জামান এন্টারপ্রাইজ, মদিনা এয়ার ইন্টারন্যাশনাল, সাইদ এয়ার ইন্টারন্যাশনাল, সোনিয়া ট্যুরস এ্যান্ড ট্র্যাভেলস, সাউথ এশিয়ান ট্র্যাভেলস, সানসাইন ট্র্যাভেলস ইন্টারন্যাশনাল ও ট্র্যাভেলস নুরানী এবং সোহাইল ইন্টারন্যাশনাল। এর পরের ধাপের শাস্তি পাওয়া- আল সাফা এয়ার ট্র্যাভেলসের লাইসেন্স তিন বছর, মিডিয়া ট্র্যাভেলসকে এক বছর, ইউনাইটেড ট্যুর এ্যান্ড ট্র্যাভেলসকে তিন বছর, গ্লোডেন ট্র্যাভেলস এ্যান্ড কার্গো সার্ভিসকে তিন বছর, আবয়াজ ট্যুরস এ্যান্ড ট্র্যাভেলস ২ বছর, গ্লোবাল ভিশনকে এক বছর, করতোয়া ট্র্যাভেলস ইন্টারন্যাশনালকে এক বছর, এস সরদার ট্র্যাভেলস এজেন্সিকে তিন বছর, শুয়াইব এয়ার ইন্টারন্যাশনালকে এক বছর, সিয়াম ওভারসিসকে এক বছর এবং ইউনিগ্লোবের কার্যক্রম তিন বছরের জন্য স্থগিত করা হয়। ওই সময়ের পর থেকে এসব এজেন্সি কিছু শর্ত সাপেক্ষে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালাতে করতে পারবে। আর্থিক জরিমানার শিকার হওয়া এজেন্সিগুলো হচ্ছে- গালফ ট্র্যাভেলস এ্যান্ড ট্যুরস এক লাখ টাকা, হারামাইন ট্র্যাভেলস, ফিউচার এ্যাসোসিয়েটস ও হিমালয়া এক্সপ্রেসের প্রতিটিকে পাঁচ লাখ টাকাসহ ৪০টি এজেন্সিকে দুই কোটি এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
×