ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ২৩:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩৮৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৬৭ কোটি ১৩ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২১ কোটি ৯১ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৫০টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হলেও মাত্র আধা ঘন্টার মধ্যে সূচকের তীর নীচে নামতে থাকে। পরে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে কিছু বড় বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ার কারণে সূচকের তীর ওপরে উঠতে থাকে। সেখানে দিনশেষে সূচকটি আর নামেনি। সারাদিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটো, লঙ্কাবাংলা ফাইনান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, আল আরাফাহ ইসলামী ব্যাংক, বিবিএস কেবল, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম ও কেয়া কসমেটিক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ওয়াতা কেমিক্যাল, প্রিমিয়ার সিমেন্ট, বিবিএস কেবল, লাফার্জ সুরমা সিমেন্ট, মুন্নু সিরামিক, লিব্রা ইনফিউশন, বাজার পেইন্ট ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আইপিডিসি, ফাইন ফুড, মডার্ন ডাইং, জাহিন স্পিনিং, সামাতা লেদার, রিজেন্ট টেক্সটাইল, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, ফু-ওয়াং ফুড ও লিগ্যাসি ফুটওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯২৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীন ফোন, লাফাজ সুরমা সিমেন্ট, বিবিএস কেবল, কেয়া কসমেটিক, নাহি এ্যালুমিনিয়াম, লঙ্কাবাংলা ফাইনান্স, বে´িমকো, ঢাকা ব্যাংক, স্কয়ার ফার্মা ও জেনারেশন নেক্সট ফ্যাশন।
×