ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ বিষয়ে মাইক্রোটিকের নতুন বই

প্রকাশিত: ২১:২২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

‘নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ বিষয়ে মাইক্রোটিকের নতুন বই

স্টাফ রিপোর্টার ॥ নেটওয়ার্কিং নিয়ে নতুনদের জানাতে বাজারে এসেছে তিতাস সরকারের ‘নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ নামে মাইক্রোটিক রাউটারের একটি বই। আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে বিশেষভাবে আলোচনা করা হয়েছে মাইক্রোটিক কোর্স সম্পর্কে। যারা আইটিতে অথবা নেটওয়ার্কিং-এ ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তাদের জন্য বইটি খুবই উপকারে আসবে বলে জানান তিতাস সরকার। বইটিতে প্রথমে বেসিক নেটওয়ার্কিং, টিসিপি/আইপি, সাবনেটিং নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি একটি পিসিকে কীভাবে মাইক্রোটিক রাউটার হিসেবে ব্যবহার করা যায়, ব্যান্ডউইথ ম্যানেজ, রাউটিং, সিকিউরিটি, ভিপিএন, বিভিন্ন ওয়েবসাইট ব্লক, ফেইলওভার, লোডশেয়ারিং, ব্যাকআপ এবং রিস্টোর, ওয়্যারলেস সেটআপ, লগ সার্ভার (কে কোন ওয়েবসাইট ভিজিট করছে), হটস্পট, আইপি ভার্সন-৬, ইত্যাাদি টপিক্সগুলো যুক্ত করা হয়েছে। বইটির লেখক তিতাস সরকার জনকন্ঠকে জানান, বইটিতে বেশিরভাগ টপিকের উপর একটি করে প্রজেক্ট করা হয়েছে যা ব্যবহারিক ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তাছাড়া প্রত্যেকটি অধ্যায়ের শেষে কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এগুলো চাকরির ইন্টারভিউয়ের পাশাপাশি মাইক্রোটিক রাউটারের অনলাইন পরীক্ষার জন্য কাজে লাগবে। বইটি পেতে রমকারি ডটকমের https://www.rokomari.com/book/160154 এই লিংকে গিয়ে বইটি কিনতে পারবেন।
×