ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে ৫০ মন জাটকাসহ আটক পাঁচজনের জরিমানা

প্রকাশিত: ২০:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বরিশালে ৫০ মন জাটকাসহ আটক পাঁচজনের জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর রুপাতলী ও আমতলা মোড়স্থ ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক চেকপোষ্ট বসিয়ে যাত্রীবাহি বাস থেকে ৫০ মন জাটকাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। মৎস বিভাগের নেতৃত্বে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) ও বরিশাল সদর নৌ-থানা পুলিশের সদস্যরা মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। অভিযান শেষে জব্দ জাটকা পাঁচারের সাথে জড়িত আটক পাঁচজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। জানা গেছে, রুপাতলীতে নৌ-থানা পুলিশ ও আমতলা মোড়স্থ ঢাকা-বরিশাল মহাসড়কে আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা পৃথক দুটি চেকপোষ্ট বসায়। যেখানে পটুয়াখালী জেলার বিভিন্নস্থান থেকে ঢাকা ও বেনাপোলগামী বেপারী, গ্রামীন, কুয়াকাটা এক্সপ্রেস, মেঘনা ও সুগন্ধা পরিবহনের বেশ কয়েকটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ৫০ মন জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা পাচারের সাথে জড়িত নুরুল ইসলাম, এবায়েদুল, হাফিজুল, গোপাল বনিক ও আসাদুজ্জামানকে আটক করা হয়। জব্দ জাটকাগুলো আজ বুধবার সকালে বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
×