ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন দুজন কিউরেটর নিয়োগের সিন্ধান্ত বিসিবির

প্রকাশিত: ১৯:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

নতুন দুজন কিউরেটর নিয়োগের সিন্ধান্ত বিসিবির

অনলাইন রিপোর্টার ॥ গত বছর অস্ট্রেলিয়া টেস্টে বাজে আউটফিল্ডের জন্য দুটি ডিমেরিট পয়েন্ট পায় স্টেডিয়ামটি। এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ‘গড়পড়তা মানের নিচের’ উইকেটের জন্য আরও একটি ডিমেরিট পয়েন্ট পায় মাঠটি। শ্রীলঙ্কা সিরিজে দুই টেস্টে দুটি উইকেট পেয়েছে ডিমেরিট পয়েন্ট। এরপরই সিদ্ধান্ত হয় নতুন করে দুজন কিউরেটর নিয়োগের। এরই ধারাবাহিকতায় ঢাকায় এসে বিসিবির কাছে ইন্টার্ভিউ দিয়ে গেছেন এক ভারতীয় কিউরেটর। ৫১ বছর বয়সী এই কিউরেটরের নাম প্রবীণ হিংনিকার। শ্রীলঙ্কা সিরিজের পর দুইজন কিউরেটর নিয়োগের জন্য বিসিবি যোগাযোগ করেছে বেশ কয়েকজনের সঙ্গে। তাদের মধ্য থেকে বাছাই করে তবেই নির্ধারণ করা হবে দেশের ক্রিকেটের আগামী দুই কিউরেটরকে। এদিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড ও উইকেট নিয়ে সমালোচনার মুখে আছেন গামিনি। এতকিছুর পরও বিতর্কিত পুরনো কিউরেটর গামিনিকে সরানোর কোনো পরিকল্পনা নেই বিসিবির। বরং প্রবীণ দায়িত্ব পেলে তাকে কাজ করতে হবে গামিনির পাশের আসনে বসেই।
×