ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় রিয়ালের হার

প্রকাশিত: ১৮:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বার্সেলোনায় রিয়ালের হার

অনলাইন ডেস্ক ॥ বার্সেলোনায় খেলতে গিয়ে হেরে এসেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কাতালান শহরের দল এস্পানিওলের বিপক্ষে শেষ সময়ের গোলে হারতে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের। রিয়ালের জার্সিতে মাঠে নামেননি বিশ্রামে থাকা রোনালদো। তাছাড়া, চোটের কারণে আগে থেকেই বাইরে ছিলেন লুকা মদ্রিচ, টনি ক্রুস ও মার্সেলো। ম্যাচের ৯৩ মিনিটের মাথায় (যোগ করা অতিরিক্ত ৩ মিনিটের মাথায়) গোল হজম করে রিয়াল। স্বাগতিকদের হয়ে গোলটি করেন জেরার্ড মারিনো। ১–০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে লা–লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ আর লিগে টানা চার ম্যাচ জেতার পর হারল রিয়াল। অথচ খেই হারানো রিয়াল মৌসুমের শেষ ভাগে এসে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল। কিন্তু ছন্দ ধরে রাখতে পারলো না তারা। ২০০৭ সালের পর রিয়ালের বিপক্ষে এটাই এস্পানিওলের প্রথম জয়। ম্যাচের ২৬তম মিনিটেই গোল খেতে পারতো রিয়াল। রাফায়েল ভারানের ভুল পাস থেকে গোলটি করতে পারতেন মারিনো। তবে, কেইলর নাভাসের বুদ্ধিদীপ্ত দক্ষতায় গোল হজম করতে হয়নি অতিথিদের। করিম বেনজেমাকে শুরুর একাদশে না রাখলেও আক্রমণের ধার বাড়াতে ৬৯তম মিনিটে ইসকোকে বসিয়ে করিম বেনজেমাকে নামান কোচ জিদান। অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন বেল। আগামী ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির মাঠে খেলতে যাবে রিয়াল। লিগে এই নিয়ে পঞ্চম হারের স্বাদ পাওয়া রিয়াল ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। লিগে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনার পয়েন্ট ২৫ ম্যাচে ৬৫। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪৯।
×