ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইএস সংশ্লিষ্টতা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বাংলাদেশী গ্রুপ

প্রকাশিত: ০৭:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বাংলাদেশী গ্রুপ

বিডিনিউজ ॥ জঙ্গী গোষ্ঠী আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্র দুই ব্যক্তি ও সাতটি গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, যার মধ্যে বাংলাদেশী গ্রুপও রয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই নিষেধাজ্ঞা দেয় বলে জানিয়েছে। ট্রেজারি বিভাগের ফরেন এসেটস কন্ট্রোলের ওয়েবসাইটে বলা হয়েছে, বৈশ্বিক সন্ত্রাসবাদের জন্য নিষেধাজ্ঞার তালিকায় দুই ব্যক্তি নাইজেরিয়ার আবু মুসাব আল-বার্নাবি এবং সোমালিয়ার মাহাদ মোয়ালিমের নাম যুক্ত হয়েছে। এদের সঙ্গে বাংলাদেশ, মিসর, ফিলিপিন্স, সোমালিয়া, নাইজেরিয়া ও তিউনিসিয়ার সাতটি গোষ্ঠীকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে। এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশী যে গোষ্ঠীকে নিষেধাজ্ঞার তালিকায় ফেলেছে, তাদের আইএস-বাংলাদেশ নামে চিহ্নিত করেছে। এই গোষ্ঠীর প্রধান হিসেবে আবুল জান্দাল আল বাঙ্গালিকে শনাক্ত করেছে তারা। আলাদা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলেছে, নতুন এসব ব্যক্তি ও গোষ্ঠী ছাড়াও ২০১১ সাল থেকে আইএস নেতা ও তাদের হয়ে কর্মকা- পরিচালনাকারী ৪০ ব্যক্তি-সংগঠন-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, যাতে তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায় ঢুকতে না পারে।
×