ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার মুক্তি দাবিতে কাল বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৭:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

খালেদার মুক্তি দাবিতে কাল বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ করবে বিএনপি। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমে জানতে পারলাম আবারও গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে সরকার। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। তার ওপর প্রতিকেজি চালের মূল্য বর্তমানে আবারও ৫০ থেকে ৭০ টাকা। বর্তমানে সাধারণ মানুষ কোনমতে খেয়ে না খেয়ে বেঁচে আছে। গরিব মানুষরা পেট ভরে ভাত খেতে পায় না। বিদ্যুতের অভাবে এই সেচ মৌসুমে কৃষি কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। তার ওপর সরকার গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির যে উদ্যোগ নিচ্ছে তা শুধু ধ্বংসাত্মক নয়, গরিব মানুষকে পথে বসিয়ে দেয়ার ষড়যন্ত্র। সরকারের এই গণবিরোধী ও জনস্বার্থ বিরোধী এবং রক্তশোষণের নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলেই মানুষের মৌলিক মানবাধিকার তথা বহুদলীয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে। রিজভী বলেন, দেশের আপামর জনসাধারণের কাছে সমাদৃত ও জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে প্রতিহিংসার জেদে আটকিয়ে রাখার পরিণতি প্রধানমন্ত্রী টের পাচ্ছেন না। পতনের হাতছানি শেখ হাসিনা অনুধাবন করতে পারছেন না। তাই বিএনপি নেতাকর্মীদের ওপর জলকামান, টিয়ারগ্যাস, রাবার বুলেট, গরম ও রঙিন পানি এবং বেধড়ক লাঠিচার্জের যথেচ্ছ ব্যবহার করছেন। রিজভী বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার এখন কারাবন্দী। অপশাসনের মারাত্মক বিভীষিকায় সারাদেশের জনগণও যেন বন্দী শিবিরে আটকানো। আমি বিএনপির পক্ষ থেকে সরকারের এ ধরনের গণবিধ্বংসী কার্যকলাপের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মানুষের রক্তচোষা এই উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। রিজভী বলেন, এই দেশকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের মূলোৎপাটন ঘটাতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
×