ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীদেবীর মৃত্যুর তদন্ত শেষ, মৃতদেহ হস্তান্তর

প্রকাশিত: ০৭:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

শ্রীদেবীর মৃত্যুর তদন্ত শেষ, মৃতদেহ হস্তান্তর

জনকণ্ঠ ডেস্ক ॥ বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর প্রায় তিন দিন পর অবশেষে দুবাইয়ের কর্তৃপক্ষ তার মরদেহ মঙ্গলবার পরিবারের হাতে তুলে দিয়েছে। তার মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ হয়ে গেছে বলেও দুবাই সরকারের মিডিয়া অফিস এদিন টুইট করে জানিয়েছে। খবর বিবিসির। তবে শ্রীদেবীর ময়নাতদন্তে যে রকম অস্বাভাবিক সময় লেগেছে ও বাথটাবে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যুর যে কথা ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, তার পর থেকেই তার মৃত্যুর পেছনে আসল রহস্যটা কী-তা নিয়ে জল্পনা চরমে উঠেছে। তার স্বামী বনি কাপুরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। এদিকে ভারতেও অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন শ্রীদেবীর মৃত্যু মোটেও স্বাভাবিক ছিল না। গত শনিবার রাতে দুবাইয়ের বিলাসবহুল হোটেল জুমেরাহ এমিরেটস টাওয়ারের একটি এ্যাপার্টমেন্টে সুপারস্টার শ্রীদেবীর মৃত্যুর প্রায় ৭২ ঘণ্টা পর তার মরদেহ মঙ্গলবার সন্ধ্যায় ভারতের উদ্দেশে রওনা হয়েছে।
×