ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ত্বকী হত্যার দ্রুত অভিযোগপত্র ও বিচার দাবিতে ২১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

প্রকাশিত: ০৭:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

ত্বকী হত্যার দ্রুত অভিযোগপত্র ও বিচার দাবিতে ২১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দ্রুত অভিযোগপত্র প্রদান ও বিচারের দাবি জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিবৃতি দিয়েছেন দেশের ২১ বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে তারা উল্লেখ করেন, মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পাঁচ বছর পূর্ণ হলেও আজও পর্যন্ত সে হত্যার অভিযোগপত্র আদালতে না দেয়ায় আমরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। অথচ এ হত্যাকা-ের এক বছর না যেতেই মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব কেন, কখন, কোথায়, কারা এবং কিভাবে ত্বকীকে হত্যা করেছে তা সংবাদ সম্মেলন করে জানিয়ে এর যাবতীয় তথ্য প্রকাশ করেছিল। বিবৃতিতে আরও বলা হয়, এটি কোন সুষ্ঠু বিচার প্রক্রিয়ার নজির হতে পারে না। যে বিচারের জন্য দেশের সকল মানুষ সোচ্চার হয়েছে, সে বিচারকে এভাবে বন্ধ করে রাখা কোনভাবেই কাম্য হতে পারে না। আমরা রাষ্ট্রের এ অবস্থানের নিন্দা জানাই।
×