ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাবিতে স্মারক বক্তৃৃতা

ড. জোহার আত্মত্যাগ বৃথা যায়নি

প্রকাশিত: ০৬:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

ড. জোহার আত্মত্যাগ বৃথা যায়নি

রাবি সংবাদদাতা ॥ ঊনসত্তরের গণঅভ্যুত্থান চলাকালে পাকিস্তানী সেনাদের গুলিতে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের শিক্ষক ও তৎকালীন প্রক্টর শহীদ ড. শামসুজ্জোহা স্মরণে বক্তৃৃতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের তরুণ প্রজন্ম’ শীর্ষক এ স্মারক বক্তৃৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, মহান শিক্ষক ড. জোহার আত্মত্যাগ ছিল দেশের জন্য। তিনি তার ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজের বুকে গুলি খেয়েছেন। তাঁর এই আত্মত্যাগ বৃথা যায়নি। তিনি জীবন দিয়ে তাঁর ছাত্রদের বাঁচিয়ে পৃথিবীতে অনন্য নজিরই সৃষ্টি করেননি, বরং তাঁর রক্ত আমাদের মহান স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করেছিল। ফলে আমরা পেয়েছি স্বাধীন দেশ। রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ বেলায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি ও রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এ সময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গণঅভ্যুত্থান চলাকালে ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে পাকিস্তানী সেনাদের গুলিতে নিহত হয়েছিলেন রাবির তৎকালীন প্রক্টর ড. শামসুজ্জোহা।
×