ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ হাজার কণ্ঠে জাতীয় সঙ্গীত

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

১০ হাজার কণ্ঠে জাতীয় সঙ্গীত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ ফেব্রুয়ারি ॥ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুর আড়াইটায় শেখ জামাল স্টেডিয়ামে ১০ হাজার মানুষ একসঙ্গে জাতীয় সংগীত গাইবে। শুদ্ধরূপে জাতীয় সংগীত গাওয়ার প্রচারে অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। এ ছাড়া বেলা ১১টায় জেলা শিশু একাডেমি ভবনে জেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুদ্ধরূপে জাতীয় সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবউজ্জামান জানান, শুদ্ধরূপে জাতীয় সংগীত গাওয়ার প্রচারণার অংশ হিসেবে বুধবার দুপুর আড়াইটায় শহরের শেখ জামাল স্টেডিয়ামে ১০ হাজার মানুষ একসঙ্গে গাইবে জাতীয় সংগীত। কোটি টাকার সোনাসহ আটক এক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৭ ফেব্রুয়ারি ॥ ঝিনাইদহ প্রায় ১ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ রাকিব হোসেন (২৩) নামে একজন আটক করেছে বিজিবি। মঙ্গলবার মহেশপুর উপজেলার খালিশপুর ৫৮বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৮৬৫ গ্রাম। মঙ্গলবার বিকেলে মহেশপুর উপজেলা খালিশপুরস্থ ৫৮বিজিবি উপঅধিনায়ক জসিম উদ্দিন এক সংবাদ সংম্মেলনে বলেন, আমাদের টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গয়েশপুর নামক স্থানে ৬৮নং মেইন পিলারের কাছ থেকে জীবননগর থানার নতুন গ্রামের আব্দুর রহমানের ছেলে রাকিব হোসেনকে আটক করে। তার দেহ তল্লাশি করে ১ কেজি ৮শ ৬৫ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৮৮ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ দর্শনা শুল্ক কার্যলয়ে জমা দেয়া হয়েছে।
×