ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫ বছরেও বিচার হয়নি

গাইবান্ধায় চার পুলিশ হত্যা দিবস আজ

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

গাইবান্ধায় চার পুলিশ হত্যা দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ ফেব্রুয়ারি ॥ ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক তা-ব চালায় জায়ামাত-শিবির। ওই উপজেলার বামনডাঙ্গার তদন্ত কেন্দ্রে ৪ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া ওইদিন গোটা বামনডাঙ্গায় জামায়াত-শিবির কর্মীরা ধ্বংসযজ্ঞ চালায়। ওই ঘটনার ৫ বছর অতিবাহিত হলেও দায়েরকৃত মামলার বিচার আজও শেষ হয়নি। ওইদিন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় এক জিআরপি সদস্যসহ ৪ পুলিশ সদস্যকে সেখানে পিটিয়ে হত্যা করে উচ্ছৃঙ্খল জামায়াত-শিবির নেতাকর্মীরা। তারা সুন্দরগঞ্জ থানাতেও (পুলিশ স্টেশন) হামলা চালায়। যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন- রংপুরের পীরগাছা উপজেলার রহমতচর গ্রামের তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের হযরত আলী, বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বাবলু মিয়া ও গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের নাজিম উদ্দিন। জামায়াত-শিবির নেতাকর্মীরা সেদিন তা-ব চালিয়েছে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
×