ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়া থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ॥ যাত্রী দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বগুড়া থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ॥ যাত্রী দুর্ভোগ

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ বগুড়া থেকে সরাসরি ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকার বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বগুড়ার মালিক- শ্রমিকদের বিরোধের জের ধরে সোমবার রাত থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। বগুড়া মোটর মালিক গ্রুপের নেতাদের অভিযোগ, বগুড়ার মালিকদের পরিচালিত শাহ ফতেহ আলী পরিবহনের কয়েকটি এসি বাস ঢাকার মহাখালীতে মালিক ও শ্রমিকরা চলাচলে বাধা দেয়। এর জের ধরে বগুড়ার মালিক শ্রমিকরা একতা পরিবহন ও এনা পরিবহনের কয়েকটি বাস চলাচলের ক্ষেত্রে একই ধরনের পাল্টা পদক্ষেপ নেয়। এ ঘটনার পর সোমবার রাত থেকে ঢাকা -বগুড়া রুটে বগুড়ার মালিকদের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া বগুড়ায় বিভিন্ন পরিবহনের কাউন্টার রাত থেকেই বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার এসব কাউন্টার বন্ধ ছিল। বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন, শুধু বগুড়া থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাতে মালিক শ্রমিকদের যৌথ সভায় এ বিষয়ে আরও কঠোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। বগুড়া থেকে বাস চলাচল বন্ধ থাকলেও উত্তরের কয়েকটি জেলা ও ঢাকা থেকে কিছু বাস বগুড়ার দ্বিতীয় বাইপাস হয়ে চলাচল করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হঠাৎ করে বাস চলাচল বন্ধের কারণে যাত্রীরা টার্মিনাল ও কাউন্টারে এসে বিপাকে পড়েন। সকাল থেকে বগুড়ার টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে কোন বাস ছাড়েনি।
×