ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ছাত্রী

প্রকাশিত: ০৬:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ছাত্রী

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ ফেব্রুয়ারি ॥ বিয়ের সব আয়োজন সম্পন্ন। আমন্ত্রিত অতিথি এলেই বিয়ে পড়ানো হবে। সোমবার রাতে এ খবর পৌঁছে যায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমানের কাছে। তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদ হোসেনকে দায়িত্ব দেন বিষয়টি দেখার জন্য। খোঁজ-খবর নেয়ার খবরটিও পৌঁছে যায় বিয়ের ঘটনাস্থলে। সব যেন মুহূর্তেই প- হয়ে যায়। চাকামইয়া নিশানবাড়িয়া গ্রামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা পেল। একই গ্রামের মজিবর হাওলাদারের ছেলে অটোচালক মনিরের সঙ্গে অসচেতন শ্রমজীবী বাবা মেয়ের বিয়ে দেয়ার এমন সর্বনাশ করছিলেন। হাতকড়াসহ আসামির পলায়ন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর আদালত থেকে হাতকড়া নিয়ে এক আসামি পালিয়ে গেছে। তার নাম ইব্রাহিম (৩৫)। সে রাজশাহী নগরীর বিলশিমলা এলাকার আশরাফের ছেলে। পালানোর সময় মাদকসেবী এই আসামি পুলিশের হাতকড়াটিও নিয়ে গেছেন। রাজশাহী মহানগর জজ আদালতের পরিদর্শক আবুল হাসেম জানান, আসামি ইব্রাহিমের বিরুদ্ধে নগরীর দুই থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত। অন্য আরেকটি মাদকের মামলায় মঙ্গলবার আদালতে তার হাজিরা ছিল। এ জন্য তাকে কারাগার থেকে নিয়ে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালত-৩ এ তোলা হয়েছিল। ওই আদালতের কাঠগড়ায় তিনজন আসামি ছিল। আর দায়িত্বে ছিলেন মাসুদ হোসেন নামে এক পুলিশ সদস্য।
×