ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সান্তাহারে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার ॥ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৬:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

সান্তাহারে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার ॥ গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৭ ফেব্রুয়ারি ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে অপহরণের ২৪ ঘণ্টা পর অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার ও গ্রেফতারের ঘটনাগুলো ঘটেছে ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈর থানায়। জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার শহরঘেঁষা সান্দিড়া গ্রামের শিপুল সরদারের ছেলে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্র শুভ সজিব তার সহপাঠীর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে দেখা মেলে তার ফুফাত ভাই, আদমদীঘি উপজেলার চকসাবাজ গ্রামের নুর মোহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ রাজু (১৭)’র সঙ্গে। রাজু শুভকে কিছু খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ওই গ্রামের দীঘিরপাড়ের দিকে চলে যায়। এ দিকে, শুভ বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে তার বাবা-মা খোঁজ খবর করা শুরু করে। এক সময় শুভর সহপাঠী আমির হোসেনের মাধ্যমে জানাতে পারে যে, শুভকে তার ফুফাত ভাই রাজু ডেকে নিয়ে গেছে। এর পর শিশু শুভ’র বাবা-মা রাজু’র ফোনে ফোন করলে সে ঢাকা যাচ্ছে বলে জানায়। কিন্তু গোপন করে শুভকে নিয়ে যাওয়ার কথা। ফলে রাত ১০টার দিকে বাবা-মা ঘটনাটি আদমদীঘি থানা পুলিশকে অবহিত করে। এতে নড়েচড়ে উঠে পুলিশ।
×